সিদ্ধার্থ সিংয়ের ২৮৩ নম্বর বই : হারিয়ে যাওয়া গল্প


যে গল্পগুলো ভিনরাজ্যের পটভূমিকায় গড়ে উঠলেও, আমাদের মা-ঠাকুমাদের বলার সুচারু ভঙ্গিমায় একেবারে আমাদের বাঙালি ঘরাণার উপযোগী হয়ে উঠেছিল, মূলত সেই গল্পগুলোকেই বন্দি করা হয়েছে এই 'হারিয়ে যাওয়া গল্প' গ্রন্থে।

এখানে যেমন আছে 'তেজিমোলা', 'রাজপুত হিম্মত সিং', 'বুদ্ধিমান সিঙফো', 'গাঁয়ের নাম চি আন্নিবু', ঠিক তেমনি আছে 'বাইহাসলো', 'লিনি আর ডেনি', 'জ্যাকের কেরামতি'র মতো এক একটা গল্প।

গল্পগুলো বহু পুরনো আমলের হলেও যেহেতু এখনকার বাচ্চাদের উপযোগী করে নতুন ভাবে গুছিয়ে লেখা হয়েছে, ফলে এই গল্পগুলোর গায়ে কোনও প্রাচীনত্ব নেই। একদম ঝকঝকে তকতকে ভাষা। ঝরঝরে গদ্য।

এই গল্পগুলো শুধু যে পড়তেই ভাল লাগবে তা নয়, এই গল্পগুলো ছোটদের মনের জানালা খুলে দেবে। কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, সেটা বুঝতে শেখাবে। প্রকৃতিকে ভালবাসতে শেখাবে। একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে যা যা দরকার, এই বইয়ের ছাব্বিশটি গল্পই ছাব্বিশ রকম ভাবে তা জোগান দেবে।

এই গল্পগুলো গত পাঁচ বছর ধরে প্রত্যেক মাসে একটি করে প্রকাশিত হচ্ছিল 'বিবেক ভাষা' পত্রিকায়। তবে 'ধারাবাহিক নয়, প্রত্যেক সংখ্যায় সিদ্ধার্থ সিংহের নতুন গল্প' শিরোনামে নির্ধারিত পাতায়।

Post a Comment

নবীনতর পূর্বতন