যুদ্ধ নয়, শান্তি চাই
যুদ্ধ শুরু বিশ্ব জুড়ে
মরছে মানুষ অনাহারে
দ্রব্যমূল্য ছুঁল আকাশ
বিশ্ব সারা বেজায় হতাশ।
চলেছে আজ ক্ষমতার খেলা
খেলায় মেতে রুশ-ইউক্রেন
মানুষজাতি নাস্তানাবুদ।
শত শিশু হল অনাথ
কতই মানুষ হারাল প্রাণ
এর হিসাব রাখছে কেহ
ব্যস্ত তারা কূটনীতিতে।
যুদ্ধ আমরা চাই না আর
বন্ধ হোক এ খেলা এবার।
রেখোনা ফেলে অবহেলায়
মানুষের হাহাকার শোনা কি যায়?
ইশ্বর হে ভরসা তুমিই
তবে কেন হিংসা এত?
প্রার্থনা এই তোমার কাছে
যুদ্ধ নয়, শান্তি চাই এই বিশ্বে।
মরছে মানুষ অনাহারে
দ্রব্যমূল্য ছুঁল আকাশ
বিশ্ব সারা বেজায় হতাশ।
চলেছে আজ ক্ষমতার খেলা
খেলায় মেতে রুশ-ইউক্রেন
মানুষজাতি নাস্তানাবুদ।
শত শিশু হল অনাথ
কতই মানুষ হারাল প্রাণ
এর হিসাব রাখছে কেহ
ব্যস্ত তারা কূটনীতিতে।
যুদ্ধ আমরা চাই না আর
বন্ধ হোক এ খেলা এবার।
রেখোনা ফেলে অবহেলায়
মানুষের হাহাকার শোনা কি যায়?
ইশ্বর হে ভরসা তুমিই
তবে কেন হিংসা এত?
প্রার্থনা এই তোমার কাছে
যুদ্ধ নয়, শান্তি চাই এই বিশ্বে।
নারী
তাঁরা বলেন, নারীকে বোঝা বড্ড কঠিন
কথায় কথায় ঝগড়া করে,
নারী মানেই বেইমান সে
ভালবাসায় আঘাত হানে।
তাঁরা বলেন, নারী মানে অপবিত্র
কারণ, তাদের মাসিক চলে
মা হতে জন্মেছে সে
নীরবে ব্যাথা সহ্য করে।
তাঁরা বলেন, বাইরে রাতে বড্ড বিপদ
নারীর জন্য নয় নিরাপদ,
প্রশ্ন করি, কার জন্য
সম্মান তার হয় ক্ষুণ্ন?
জান মা, ওই ছেলেটা আজ
গায়ের জোরে হাতটা টেনে
দিয়েছে ছিঁড়ে জামা আমার...
মা বলেন, চুপটি থাক
জানাসনি মা কাউকে
বাইরে কোথাও জানলে লোকে
সম্মানহানি হবে আমাদের।
নির্দোষ আমি, জানে অন্তর্জামী
সম্মান তো যাবে না কেন
ওই ছেলেটির মাগো?
আমি তো কারও রাস্তা আটকে
করিনি কোনও অবিচার!
নানা দিকে, নানা ভাবে
চলছে আজও নির্যাতন
আজও দেশের নানা প্রান্তে ঘোরে
মানুষরূপী অসূরগণ
সোশ্যাল মিডিয়া ভরে যায়
‘নারী সম্মানীয়’ পোস্টে
পরের দিনই আবার, হায়
ফেরে না ঘরে ঘরের মেয়ে।
নারী যে মায়ের জাত
বলতেই নয়, মানতে শেখো,
সম্মান করতে না-ই বা পারো
অসম্মানটা বন্ধ করো।
কথায় কথায় ঝগড়া করে,
নারী মানেই বেইমান সে
ভালবাসায় আঘাত হানে।
তাঁরা বলেন, নারী মানে অপবিত্র
কারণ, তাদের মাসিক চলে
মা হতে জন্মেছে সে
নীরবে ব্যাথা সহ্য করে।
তাঁরা বলেন, বাইরে রাতে বড্ড বিপদ
নারীর জন্য নয় নিরাপদ,
প্রশ্ন করি, কার জন্য
সম্মান তার হয় ক্ষুণ্ন?
জান মা, ওই ছেলেটা আজ
গায়ের জোরে হাতটা টেনে
দিয়েছে ছিঁড়ে জামা আমার...
মা বলেন, চুপটি থাক
জানাসনি মা কাউকে
বাইরে কোথাও জানলে লোকে
সম্মানহানি হবে আমাদের।
নির্দোষ আমি, জানে অন্তর্জামী
সম্মান তো যাবে না কেন
ওই ছেলেটির মাগো?
আমি তো কারও রাস্তা আটকে
করিনি কোনও অবিচার!
নানা দিকে, নানা ভাবে
চলছে আজও নির্যাতন
আজও দেশের নানা প্রান্তে ঘোরে
মানুষরূপী অসূরগণ
সোশ্যাল মিডিয়া ভরে যায়
‘নারী সম্মানীয়’ পোস্টে
পরের দিনই আবার, হায়
ফেরে না ঘরে ঘরের মেয়ে।
নারী যে মায়ের জাত
বলতেই নয়, মানতে শেখো,
সম্মান করতে না-ই বা পারো
অসম্মানটা বন্ধ করো।

একটি মন্তব্য পোস্ট করুন