Letters to Trump : প্রিন্সেস ডায়ানার চিঠি ফাঁস করবেন ডোনাল্ড ট্রাম্প

ফের বড়সড় বিতর্ক উস্কে দিতে চলেছেন সেই ডোনাল্ড ট্রাম্প? ২৫ এপ্রিলের মধ্যেই আরেকটি বই প্রকাশ করতে চলেছেন তিনি, যা তাঁকে লেখা হাই-প্রোফাইল ব‌্যক্তিদের চিঠির সংকলন।

Letters to Trump : প্রিন্সেস ডায়ানার চিঠি ফাঁস করবেন ডোনাল্ড ট্রাম্প

পর্নস্টার স্টর্মি ড‌্যানিয়েলসকে (Stormy Daniels) টাকা দিয়ে মুখ বন্ধ রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তা ছাড়াও ৩৪টি অভিযোগে মাথার উপর মামলার খাঁড়া ঝুলছে। আগামী ডিসেম্বর থেকে সেই সব মামলার শুনানি শুরু হবে। ঠিক যে সময় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকায় উষ্ণতা ছড়াবে রাজনীতি, সেই সময় আদালতে হাজিরা দিতে হবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অভিযোগ প্রমাণ হলে সর্বাধিক ১৩৬ বছরের জেল হতে পারে তাঁর।

তবে তিনি বিতর্ক সঙ্গে নিয়ে চলতে ভালবাসেন। আপনি জানেন কি, ফের বড়সড় বিতর্ক উস্কে দিতে চলেছেন সেই ডোনাল্ড ট্রাম্প? ২৫ এপ্রিলের মধ্যেই আরেকটি বই প্রকাশ করতে চলেছেন তিনি, যা তাঁকে লেখা হাই-প্রোফাইল ব‌্যক্তিদের চিঠির সংকলন। ‘লেটারস টু ট্রাম্প’ ( Letters to Trump)-এ এমন বেশ কিছু চিঠি তিনি জনসমক্ষে আনবেন, যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যেতে পারে। এমনকী ঘোরতর অস্বস্তিতে পড়তে পারে ব্রিটেনের রাজ পরিবারও। কারণ, সেই চিঠিগুলির মধ্যে থাকছে তাঁকে লেখা প্রিন্সেস ডায়ানার (Princess Diana) চিঠিও।

কয়েকটি মার্কিন সংবাদমাধ‌্যমের দাবি, ট্রাম্প চিঠিগুলি প্রকাশ করলে অনেকেই বিব্রত হবেন। ব্রিটেনের রাজপরিবারের এক মুখপাত্র রিচার্ড ফিটজউইলিয়ামস বলেন, ডায়ানার চিঠিতে বিব্রত হওয়ার মতো উপাদান থাকলেও থাকতে পারে। তবে তিনি (ডায়না) আপোষ করেছিলেন এমন কিছু থাকার সম্ভাবনা খুবই কম। কারণ, ডায়না স্পষ্টতই তাঁকে ঘৃণার চোখে দেখতেন।”

ডায়ানার পাশাপাশি, অপরা উইনফ্রে, হিলারি ক্লিনটন, রানী দ্বিতীয় এলিজাবেথ এবং কিম জং উনের চিঠিগুলিও আসন্ন বইটিতে রয়েছে বলে জানা গিয়েছে। তবে ডায়ানা প্রাক্তন প্রেসিডেন্টকে কী লিখেছেন তা জানতে আগ্রহী অনেকেই। ২০২২ সালে ক্রিস্টোফার অ‌্যান্ডারসনের লেখা ‘দ্য কিং: দ্য লাইফ অফ চার্লস’ (The King: The Life of Charles III) বইতে দাবি করা হয়েছে যে ১৯৯৬ সালে এবং রাজা চার্লস থ্রি-এর বিবাহবিচ্ছেদের পরে ট্রাম্প ডায়ানাকে ‘মরিয়াভাবে অনুসরণ করেছিলেন’।

সাংবাদিক সেলেনা স্কট ২০১৫ সালে সানডে টাইমস-এ লিখেছিলেন, “তিনি কেনসিংটন প্যালেসে ডায়ানাকে প্রচুর ফুলের তোড়া ইমপ্রেস করার চেষ্টা করেছিলেন, প্রতিটির মূল্য কয়েকশ পাউন্ড। ট্রাম্প স্পষ্টতই ডায়ানাকে চূড়ান্ত ট্রফি স্ত্রী হিসাবে দেখেছিলেন। তার অ্যাপার্টমেন্টে গোলাপ এবং অর্কিডের স্তূপ জমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কী করা উচিত তা নিয়ে তিনি ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েন। এটা মনে হতে শুরু করেছিল যেন ট্রাম্প তাঁকে তাড়া করছেন।”

ডায়ানা এবং ট্রাম্প নব্বয়েই দশকে আবার দেখা করেছিলেন। যেহেতু তাঁরা একই সামাজিক বৃত্তে ছিলেন এবং দাতব্য অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সঙ্গে এই সাক্ষাৎ স্বাভাবিক। তিনি অতীতে তার সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন এবং এমনকি তাঁর ১৯৯৭ সালের ‘দ্য আর্ট অফ দ্য কামব্যাক’ (The Art of The Comeback) বইয়ে লিখেছেন, "নারীর ক্ষেত্রে আমার কেবল একটিই অনুশোচনা আছে - যে আমি কখনই লেডি ডায়ানা স্পেন্সারকে কোর্ট করার সুযোগ পাইনি।”

Post a Comment

নবীনতর পূর্বতন