১. কণ্ঠ
কে কার কন্ঠ,কেন নকল করে
সেটা কি কেউ জানো,
পায়ের তলার শক্ত মাটি সরে
উঠলে জেগে ঘুমানো ভলকানো..
কখনও বাসে বা ট্রেনে
গানগুলো,শ্রোতারা করে ঠিক,
ভাইরাল হলে তবেই মানুষ চেনে
কিশোর,রফি, সঙ্গী আধুনিক..
যখন যেমন তখন তেমন
কিছু গান নতুন করে গড়া,
খুশি আছে,আছে মনকেমন
শুরুতে মুখরা কোনটায় অন্তরা..
কণ্ঠ পুঁজি,কণ্ঠ রুজি
কতটা চালে কজন খায় ঘরে,
দরকার কি,কিসের জন্য খুঁজি
কে কার কণ্ঠ,কেন নকল করে..
2. মধ্যবিত্ত
মধ্যবিত্ত মানুষের,সবই মন্দের ভালো,
ময়দা মেশানো ব্লিচিং,তার নাকে ঝাঁঝালো,
এমন করেই কেটে যাক না দিন..
মাথা তোলার চেয়ে নামানোটাই স্থায়ী,
সবথেকে বেশি বুদ্ধিমান,শ্রেষ্ঠ স্তন্যপায়ী,
তুখোড় চোখের জ্যোতি,এখন দৃষ্টিহীন..
যে যাই বলুক,কি আসে যায় তাতে,
সুখ থাক ঘিরে,সন্তান থাক দুধে ভাতে,
স্বার্থটাতেই বাজিয়ে যাবে বিন..
নোংরা দেখে পাসকাটিয়ে,রুমাল চাপে নাকে,
স্তূপাকার ওই ময়লাগুলো,রোজই জমে থাকে,
বন্দী সেজে খুশি তারা , চাইনা জামিন..
মোটে দু কুঠুরি ঘর,তাও দেবে ভাড়া,
তারই মাঝে উঠবে দেওয়াল,ভাইরা ছন্নছাড়া,
ভাগ করে বাবা-মা কে মেটায় তাদের ঋণ..
মধ্যবিত্ত অভিশাপ,
এমন ভাবেই কেটে যাচ্ছে দিন...
3. দিয়ে_যায়
চক দিয়ে যায় লেখা,শক ফেরায় স্মৃতি,
মুছতে পারেনা বুকে আঁকা,একটি প্রতিকৃতি..
ফল দিয়ে যায় চেষ্টা,জল গ্রীষ্মের প্রাণ,
সব ঘুরলেও চক্রাকারে,একমুখী সম্মান..
চাকা দিয়ে যায় গতি,টাকা সুখের চর,
বড়লোক থেকে গরিব হাত,দাম অবিনশ্বর..
ঘুম দিয়ে যায় স্বপ্ন,মরশুম তার খালি,
নীরব দুপুরে হারিয়ে গেছে মনের আম্রপালি..
ক্ষত দিয়ে যায় প্রেম,অবিরত চোখে আসে,
আগলে রাখা মানুষগুলোই হড়কা বানে ভাসে..
কবি পরিচিতি
সন্দীপনদাকে অনেক শুভেচ্ছা।
উত্তরমুছুনখুব সুন্দর কবিতা গুলি। বর্তমান সমাজের প্রতিচ্ছবি।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন