এবার বইমেলায় নজর কাড়বে সন্দীপ চক্রবর্তীর ’Untold নিবেদিতা’

মূলত স্বামীজির সঙ্গে দেখা হওয়া থেকে সম্পর্কের বিভিন্ন বাঁক তুলে ধরার চেষ্টা হয়েছে এই বইটিতে।
এবার বইমেলায় নজর কারবে সন্দীপ চক্রবর্তীর ’Untold নিবেদিতা’
কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে ’Untold নিবেদিতা’

বইতন্ত্র : 
বইতন্ত্র : নিবেদিতা ও স্বামীজির সম্পর্কের গভীরতা শুধুমাত্র গুরু-শিষ্য রসায়নে আবদ্ধ থাকে না। এটা আরও অনেক গভীর। নিবেদিতা রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পর্ক কতটা ছেড়েছিলেন বা আদৌ এই সংস্রব ত‌্যাগ আসল না লোকদেখানে, সেটা নিয়েও প্রশ্ন উঠতেই পারে। কিন্তু এটা সত‌্য, এমন দৃঢ় বিদেশিনী চরিত্র মেলা দুষ্কর। নানা ঘাতে গড়ে ওঠা এক জ্বলন্ত চরিত্র। এই ছোট্ট বাঁধনে বাঁধা যায় না। তিনি রবীন্দ্রনাথের ‘লোকমাতা’ আবার অরবিন্দের ‘শিখাময়ী’ হয়েও স্বামীজির ‘নিবেদিতা’-ই। তাঁকে নিয়ে গবেষণা আরও চলতে থাকুক। তবে নিসন্দেহে সেই গবেষণার একটি প্রচেষ্টা হতে পারে সাংবাদিক সন্দীপ চক্রবর্তীর (Sandip Chakraborty) ‘Untold নিবেদিতা - প্রসঙ্গ বিবেকানন্দ’ বইটি। আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বইটি প্রকাশিত হতে চলেছে বার্তা বুক কাফে থেকে।

লেখকের কথায়, “এই বই স্বামীজি ও নিবেদিতাকে শ্রদ্ধা জানানো ছাড়া কিছু নয়। আলোচনা আরও বিস্তারিত করাই যেত। কিন্তু সেটা পরবর্তী কালের জন্য তোলা থাক। মূলত স্বামীজির সঙ্গে দেখা হওয়া থেকে সম্পর্কের বিভিন্ন বাঁক তুলে ধরার চেষ্টা হয়েছে এই বইটিতে। ইতিহসের কিছু না বলা কথাও বা কিছুটা জানলেও সেটার বিশ্লেষণ নানা সময়ে যা চিঠি বা লেখায় প্রকাশিত। সবটাই একসঙ্গে তুলে ধরা হয়েছে। প্রত্যেকের ভালো লাগলেই সার্থকতা।”

‘সংবাদ প্রতিদিন’ দৈনিকে ২০২৩ সালের জানুয়ারিতে কয়েকটি কিস্তিতে প্রকাশিত হয় ‘আনটোল্ড নিবেদিতা’। তখনই লেখাগুলি নিয়ে পাঠকমহলে সাড়া পড়ে যায়। পরে ওই নামেই বইটি প্রকাশিত হচ্ছে। লেখাটি তৈরি করতে লেখককে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। বহু পুুথি-পত্র ঘেঁটে রীতিমতো গবেষণা করতে হয়েছে।

সন্দীপ চক্রবর্তী পেশায় সাংবাদিক। জন্ম উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় মামার বাড়িতে। বেড়ে ওঠা ধর্মপীঠ হালিশহরে। ঠাকুরদার সাহচর্য ও আধ্যাত্মিক পরিবেশে মানুষ হওয়া। বাবা পরিমল চক্রবর্তী ছিলেন জুট আন্দোলনের নেতা ও নানা স্কুলের প্রতিষ্ঠাতা। মা মিনতি দেবী ছিলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা। বিজ্ঞান নিয়ে পড়াশোনা হলেও ভালোলাগা ধর্ম, দর্শন ও সাহিত্য। অনুসন্ধিৎসু মনের কারণেই নানা প্রান্তের মঠ-মিশন ও আশ্রমে ঘুরে বেড়ানো, স্নেহ-সাহচর্য লাভ ধর্মীয় প্রচারক ও মহারাজদের। রামানুজ সম্প্রদায়ের ঠাকুর শ্রীসীতারামদাস ওঙ্কারনাথ দেবের ছায়াসঙ্গী পরাংকুশ মহারাজের কাছে দীক্ষালাভ ১৮ বছর বয়সে। সাংবাদিকতায় হাতেখড়ি খবরের কাগজ- এ। কিছুদিনেই আজকাল, সেখানে টানা ৬ বছর। সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন কাছ থেকে দেখা সাংবাদিকতার সুবাদে। পূর্বতন স্টার আনন্দ হয়ে সংবাদ প্রতিদিন - এ ২০১১ সাল থেকে। বর্তমানে সেখানেই ডেপুটি চিফ রিপোর্টার।

Post a Comment

নবীনতর পূর্বতন