শেষ রোদ্দুর গায়ে মেখে ধরা দিয়েছে একবুক বৃষ্টিমাখা আবেগ।
লেখক পরিচিতি:
কবি জয়দেব সাহার জন্ম উত্তরবঙ্গের মালদা জেলায়। ২০২১ সালে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি.টেক. পাশ করে বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আই.আই.টি.) পাটনায় প্রাইম মিনিস্টারস রিসার্চ ফেলো (পি.এম.আর.এফ.) হিসাবে পি.এইচ.ডি. করছেন। লেখালিখির সূত্রপাত স্কুলজীবন থেকেই, ঠিক যে বয়সে বাঙালিরা কবিতার প্রেমে পরে। কিছু পত্রপত্রিকা এবং উত্তরবঙ্গ সংবাদ, আনন্দবাজার পত্রিকা, দৈনিক স্টেটসম্যান, আজকাল, সংবাদ প্রতিদিন, মানভূম সংবাদসহ বিভিন্ন কাগজে গল্প, কবিতা এবং প্রবন্ধ লিখেছেন ও লিখছেন। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনার সঙ্গেও যুক্ত থেকেছেন। আই.আই.টি. পাটনায় হাউস অব সোসিও কালচারাল অ্যাফেয়ারস-এর সেক্রেটারি হিসাবেও কাজ করেছেন।
কলমে: বাক্যবাগীশ।
একটি মন্তব্য পোস্ট করুন