'শেষ রোদ্দুরের আবেগ' প্রসঙ্গে কিছু কথা

শেষ রোদ্দুর গায়ে মেখে ধরা দিয়েছে একবুক বৃষ্টিমাখা আবেগ।'শেষ রোদ্দুরের আবেগ' প্রসঙ্গে কিছু কথা

২০২৪ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কুহুতান প্রকাশনী থেকে সদ্য প্রকাশ পেয়েছে কবি জয়দেব সাহার কবিতা সঙ্কলন 'শেষ রোদ্দুরের আবেগ'। কবিতাগুলিতে ধরা দিয়েছে কবির ছোট ছোট আবেগ, ব্যথা, ভালোবাসার মুহূর্তরা। কবি তার কবিতায় নিজের অস্তিত্বের প্রতিফলন ঘটিয়েছেন বেশ সচেতন ভাবেই। ব্যক্তিক সে অনুভূতির চর্চায় কখনও উঠে এসেছে গরম ভাতের গল্প আবার কখনো মিছিলের ডাক, কখনও নিখাদ ভালোবাসার অপেক্ষা আবার কখনও দিনবদলের স্বপ্ন। বাস্তব আর রূপকথার মধ্যে সঞ্চরণশীল হয়ে রূপ পরিগ্রহ করেছে জয়দেবের কবিতাগুলি। কবি বোধ হয় সবচেয়ে বেশি ভালোবেসেছেন তিস্তাকে আর বহতা তিস্তার মতোই সে ভালোবাসা শয়নে, স্বপনে, জাগরণে অবিশ্রান্ত ছুটে চলেছে তিস্তার দিকে। যার ফলে ভিন্ন মাত্রা পেয়েছে কবিতাগুলি। শেষ রোদ্দুর গায়ে মেখে ধরা দিয়েছে একবুক বৃষ্টিমাখা আবেগ।

লেখক পরিচিতি:

কবি জয়দেব সাহার জন্ম উত্তরবঙ্গের মালদা জেলায়। ২০২১ সালে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং  কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি.টেক. পাশ করে বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আই.আই.টি.) পাটনায় প্রাইম মিনিস্টারস রিসার্চ ফেলো (পি.এম.আর.এফ.) হিসাবে পি.এইচ.ডি. করছেন। লেখালিখির সূত্রপাত স্কুলজীবন থেকেই, ঠিক যে বয়সে বাঙালিরা কবিতার প্রেমে পরে। কিছু পত্রপত্রিকা এবং উত্তরবঙ্গ সংবাদ, আনন্দবাজার পত্রিকা, দৈনিক স্টেটসম্যান, আজকাল, সংবাদ প্রতিদিন, মানভূম সংবাদসহ বিভিন্ন কাগজে গল্প, কবিতা এবং প্রবন্ধ লিখেছেন ও লিখছেন। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনার সঙ্গেও যুক্ত থেকেছেন। আই.আই.টি. পাটনায় হাউস অব সোসিও কালচারাল অ্যাফেয়ারস-এর সেক্রেটারি হিসাবেও কাজ করেছেন।

কলমে: বাক্যবাগীশ।

Post a Comment

নবীনতর পূর্বতন