কাব্যকলায় প্রণব–লিপি প্রসঙ্গে

সমস্ত কবিতার সঙ্গে সার্বিক ও স্বচ্ছ আলাপে অবশ্য কবির মনোজগৎজাত ছিন্ন পদাবলী নানান কৌনিকে উদ্ভাসিত হয়; পাঠককে তৃপ্ত, ভাবিত এবং আনন্দিত করে।
কাব্যকলায় প্রণব–লিপি প্রসঙ্গে

মানস ভাণ্ডারী
অনুভবের গভীরতর নৈঃশব্দ্য এবং শূন্যতাবোধ যখন বর্ণহীন কিংবা বর্ণময় এক নিস্পৃহতায় আত্মমগ্ন করে তোলে, তখন যাবতীয় উচ্চারণ হয়ে ওঠে যেন স্বগত এবং শাশ্বত। এই বোধ এবং তার পরিচর্যা শব্দশিল্পীকে আরও ঋদ্ধ, উজ্জ্বল এবং শ্রদ্ধেয় করে তোলে— সৃজনব্যক্তি হয়ে ওঠেন অনেক বেশি গ্রহণীয় ও গুনময়।

প্রণবকুমার রায়ের ‘পৃথিবীর গোল রাস্তায়’ নামাঙ্কিত কবিতা–পুস্তকটির সঙ্গে পরিচয় ঘটার পর সর্বপ্রথম এমনই মনে হয়। সমস্ত কবিতার সঙ্গে সার্বিক ও স্বচ্ছ আলাপে অবশ্য কবির মনোজগৎজাত ছিন্ন পদাবলী নানান কৌনিকে উদ্ভাসিত হয়; পাঠককে তৃপ্ত, ভাবিত এবং আনন্দিত করে।

৫৩টি স্বল্পবাকচিহ্নিত কাব্যশরীরের সর্বত্রই নির্মেদ উজ্জ্বলতার মিতবাক এই কবি তাঁর নির্মাণ দক্ষতায় সহজেই পাঠক–হৃদয় জয় করে নিতে সক্ষম। সংক্ষিপ্ত শরীর মধ্যে অনুভবের তীক্ষ্ণ অথবা মেদুর প্রকাশগুলি রামধনু হয়ে উঠে কখনও কখনও রং ও সৌরভে ভরিয়ে দেয়। কবিতাগুলির সৌন্দর্য এবং আলোয় লাবণ্যমণ্ডিত এক অবয়ব গড়ে তুলে পাঠকদের ভাবিত করে। গভীরতার গহন চিন্তারাশি স্নিগ্ধ স্বচ্ছতায় প্রকাশিত হয় আকর্ষণীয় ফুলের জন্মগ্রহণের মতো মৃদুতায়।

জীবন ও জগতের বিভিন্ন অভিঘাত এবং পর্যবেক্ষণের প্রতিক্রিয়ায় স্বাভাবিক ভাবে আলোড়িত কবি মৃদু উচ্চারণে তাঁর হৃদয়কথা ব্যক্ত করেছেন। নানান সময়খণ্ডের সেইসব বিভিন্ন অনুভবলিপি মুদ্রিত হয়েছে এই শব্দশিল্পীর কুশলী প্রতিভায়।

এই গ্রন্থের কাব্যদেহে সর্বত্র ছড়িয়ে আছে মণিমুক্তার মতো আশ্চর্য এবং অনুপম দ্যুতি। শব্দ ব্যবহার, চিত্র অঙ্কন, বক্তব্য, ব্যঞ্জনা প্রভৃতিতে স্বকীয় স্বাক্ষর মুদ্রণে কবি সফল। মনোযোগী পাঠক খুঁজে নেবেন কবির নিজস্ব নির্মাণের স্বরলিপি ও সম্পদগুলি। স্বভাবতই কবির কাছে পরবর্তী আরও প্রাপ্তির প্রত্যাশা থেকেই যায়।

কবি প্রণবকুমার রায়ের একটি কবিতাংশের উদ্ধৃতি উল্লেখেই তাঁর সম্পর্কীয় এই কাব্যপ্রসঙ্গকথার সমাপ্তি হোক: ছবি জুড়ে জুড়ে, ছবি জুড়ে জুড়ে/ খিদের আদিম কাঁথায়/ ঈশ্বর, তুমি পাকথলি গড়েছিলে—/ লিরিকে এবং সরোদে/ অসম তান/ দেখেছিল সেই ক্রোধ ও খিদের পুরুষ।

পৃথিবীর গোল রাস্তায়
প্রণবকুমার রায়
পালক
মূল্য: ১২৫ টাকা

Post a Comment

নবীনতর পূর্বতন