সত্যি গোয়েন্দার কাহিনী: দারোগাবাবুর ডায়েরি

অরিন্দম আচার্যও একজন রক্তমাংসের গোয়েন্দা। ব্যোমকেশ বক্সী বা ফেলুদার মতো কোনও লেখকের কলমে তাঁর জন্ম নয়। এবার বইমেলায়, থ্রিলার গল্প-উপন‌্যাসের ভীড়ে পাঠকদের বিশেষভাবে আকর্ষণ করছে তাঁর লেখা ‘দারোগাবাবুর ডায়েরি’ বইটি।
 
সত্যি গোয়েন্দার কাহিনী: দারোগাবাবুর ডায়েরি
সত্যি গোয়েন্দার কাহিনী: দারোগাবাবুর ডায়েরি 

বইতন্ত্র : একজন পুলিশ আধিকারিকের কেস ডায়েরি, শুধুমাত্র কোনও একটি সংঘটিত অপরাধ বা তার তদন্ত নয়। এটি হতে পারে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদনও। এই ধরনের দিনলিপিতে সেই সময়কার রাজনীতি, রাষ্ট্রচেতনা, প্রশাসনিক কাঠামো ও মানুষের অার্থ-সামাজিক প্রেক্ষাপটের ছবি সুস্পষ্ট হয়ে ওঠে। রায়বাহাদুর প্রিয়নাথ মুুখোপাধ‌্যায় ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসার। ১০০ বছরের বেশি আগে তিনি তাঁর কর্মজীবনে অসাধারণ দক্ষতার সঙ্গে অজস্র মামলার তদন্ত করেছিলেন। সেই সব ঘটনা তিনি তাঁর ‘দারোগার দফতর’ পত্রিকায় ধারবাহিকভাবে প্রকাশ করতেন। সেগুলি থেকে আমাদের সামনে সেই সময় সম্পর্কে স্পষ্ট একটি ধারণা তৈরি হয়।

অরিন্দম আচার্যও তাঁর মতোই একজন রক্তমাংসের গোয়েন্দা। ব্যোমকেশ বক্সী বা ফেলুদার মতো কোনও লেখকের কলমে তাঁর জন্ম নয়। এবার বইমেলায়, থ্রিলার গল্প-উপন‌্যাসের ভীড়ে পাঠকদের বিশেষভাবে আকর্ষণ করছে তাঁর লেখা ‘দারোগাবাবুর ডায়েরি’ বইটি। দীর্ঘ চার দশকের কর্মজীবনের বিভিন্ন মানবিক, অমানবিক, স্মরণীয় ঘটনা বা অমীমাংসিত তদন্ত থেকে সঞ্চিত বিচিত্র অভিজ্ঞতার দিনলিপি গ্রন্থাকারে প্রকাশিত হলো ৪৭তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়। পুলিশজীবনের ১৫টি সত্য ঘটনাকে নিয়ে অরিন্দম আচার্যর লেখা বইটি রনাক পাবলিকেশন (Raunaq Publication) থেকে প্রকাশিত হয়েছে।

তদন্তকারী পুলিশ অফিসার প্রতিদিন তদন্তের অগ্রগতি সম্পর্কিত ঘটনা বা দুর্ঘটনা যে পাতায় পাতায় লিপিবদ্ধ করে বিচারের জন‌্য বিচারকের কাছে পাঠান, তাকেই মূলত কেস ডায়েরি বলে। কিন্তু এ ডায়েরি, লেখকের জীবনের ব‌্যক্তিগত দিনলিপির অসংখ‌্য ঘটনা থেকে মাত্র ১৫টি সত‌্য কাহিনী। এগুলি যেমন মনোমুগ্ধকর তেমনই রোমাঞ্চকর। আদালতের আশ্রয়ে না গিয়েও, যেভাবে প্রতে‌্যকটি ঘটনার পরিসপাপ্তি লেখক করেছেন, তা তারিফ করার মতো। দহনজ্বালা, নীরব অভিমান, পঁুতির মালা, রক্তের টান, এক পাগলের মা, ডাকাত ও দারোগার কিসসা, চেনা কাবুলিওয়ালা অচেনা আফগিনিস্তান, ভাঙা সাঁকো, ডাকাতের বউ, গর্ভধারিনী, নতুন এক মায়ার খেলা ইত‌্যাদি কাহিনীগুলি জ্বলন্ত উদাহরণ। চোরাচালানকারীদের বিরুদ্ধে লেখকের রুদ্ধশ্বাস লড়াই, নারীদের চোখের জল মোছানোর জন‌্য অক্লান্ত পরিশ্রম, আদর্শবোধ, সৎ প্রচেষ্টা, অসীম সাহস ও বুদ্ধি যেন পুলিশ বিভাগে এক নতুন বর্ণমালার সৃষ্টি করেছে।

প্রাক্তন পুলিশ আধিকারিক অরিন্দম আচার্যর জন্ম ১৯৫৩ সালে। রহড়া রামকৃষ্ণ মিশন থেকে গ্র‌্যাজুয়েশন শেষ করে প্রথম চাকরি রিজার্ভ ব‌্যাঙ্কে ক্লারিক‌্যাল পোস্টে। সেখান থেকে খেলাধুলার টানে চাকরিতে ইতি। বাড়িও ছাড়েন। প্রায় একই সময়ে আশ্চর্য যোগাযোগ তাঁকে নিয়ে এল পুলিশ-কনস্টেবলের চাকরিতে। খুব অল্পদিনেই ডিপার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ এস আই হিসাবে পদোন্নতি। যিনি হয়ে উঠলেন অপরাধ জগতের ত্রাস।

দারোগা বাবুর ডায়েরি
অরিন্দম আচার্য
প্রকাশক: রনাক পাবলিকেশন
মূল্য: ৩০০ টাকা
কলকাতা বইমেলায় পাওয়া যাচ্ছে–
অরণ্যমন স্টল ১০৮,
বইবন্ধু ১২৭,
ঘরে বাইরে ১৭৮,
শপিজেন ৫৯০
আমপাতা জামপাতা ৬৬৮

Post a Comment

নবীনতর পূর্বতন