মনের জানলা খুলে দেখা গল্প, মুক্তির স্বাদ পাওয়া কবিতা

কৃত্রিম বুদ্ধিমত্তার তথাকথিত রমরমার মাঝেও সাহিত‌্য সৃষ্টির পথটি এখনও রুদ্ধ হয়নি। খুব ভালো লাগছে প্রচুর বই প্রকাশিত হচ্ছে। পাঠক তা সাদরে গ্রহণ করছেন। বহু তরুণ প্রকাশনা ব‌্যবসায় আসছেন। বইতন্ত্র-র তরফে নতুন কবি-সাহিত‌্যিক-প্রকাশকদের পাঠকের দরবারে তুলে ধরতে ক্ষুদ্র প্রয়াস। 

মনের জানলা খুলে দেখা গল্প, মুক্তির স্বাদ পাওয়া কবিতা
স্টলমুখী বইয়ের সম্ভার। প্রতিকী ছবি। বইতন্ত্র।

বইতন্ত্র
লেখিকা বুলা বিশ্বাস সমসাময়িক সাহিত‌্য জগতে পরিচিত নাম। জন্ম ৯ নভেম্বর ১৯৬০ সালে কলকাতায়। যদিও তাঁর দেশ বাংলাদেশের ফরিদপুর জেলায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পোষ্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করে তিনি খিদিরপুর কলেজে বেশ কিছুকাল অধ্যাপনা করেছিলেন। স্কুল জীবন থেকে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেন। এরপর কলেজ,বিশ্ববিদ‌্য‌ালয়ে পড়াশুনার পাশাপাশি তিনি ছোটগল্প, কবিতা লিখতেন। তিনি নিজের অঞ্চলের একটি খবরের কাগজ 'খিদিরপুর দর্পণ'-এ লেখালেখি করতেন।এরপর বহুভাষিক সাহিত‌্য বিষয়ক মোবাইল অ‌্যাপ 'প্রতিলিপি'-র আহ্বানে তিনি প্রায় সাতশোর উপরে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ, উপন্যাস লিখেছেন এবং সেখানে উনি নিয়মিত লেখিকা। এখনও পর্যন্ত সেখানে তাঁর পাঠকসংখ্যা প্রায় ২৬ হাজার। এছাড়া 'মনমাঝি' বলে তাঁর নিজের একটি ভ্লগ আছে। সেখানে তিনি বহু গল্প লেখেন। দেশ-বিদেশে তাঁর গুণমুগ্ধ পাঠকের সংখ্যাও খুব কম নয়। তাছাড়াও 'লেখাজোকা', 'খেয়া', 'ক্যাসিওপিয়া', বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশ হয়েছে এবং হচ্ছে। ডিজিটাল শংসাপত্র থেকে বহু সাম্মানিক তিনি অর্জন করেছেন। 'দেশ' পত্রিকাতেও তিনি তাঁর খুব প্রিয় একটি ছোটগল্প লিখেছেন। সম্প্রতি তিনি 'পশ্চিমবঙ্গ সাহিত্যমঞ্চ' থেকে 'আন্তর্জাতিক সাহিত্যের আসর' থেকে 'কবি পার্থ ঘোষ স্মৃতি সম্মান' ও 'তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান'এ ভূষিত হয়েছেন।

বুলা বিশ্বাসের একটি অনুগল্প সংকলন 'আড়ালপ্রিয় চুপকথারা' এ বছর কলাকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে। বইটি সম্পর্কে লেখিকা বলেন, অণুগল্প বলছি এই কারণেই, যেখানে গল্পগুলি বেশ নাতিদীর্ঘ। বৈচিত্র্যময় জীবন, চলমান নদীর মতো। নদী যেমন বহমান, কখনও তার গতি দুর্বার, কখনও বা ধীর। তরঙ্গায়িত জলরাশি, থেকে থেকে কুলে আছড়ে পড়ে। কলতান তোলে। তার কুলুকুলু ধ্বনি কর্ণকুহরকে শ্রুতিমধুর করে তোলে। তবে তা শোনার জন্য ঠিক সেই সময়ে মনের গতিক ঠিক থাকা প্রয়োজন। তবেই তা অনুভূতিতে একটা মাত্রা পায়। না হলে কিন্তু সবটাই বৃথায় যায়। তা বলে, কোনও কিছুই কিন্তু মিথ্যে হয়ে যায় না। সবকিছুই স্বীকার্যের মধ্যে পড়ে। ঠিক সেরকম চলমান জীবন সমন্বিত মানুষ সদাই ব্যস্ত। একঘেয়ে জীবনের মাঝে, কত কী যে অবিরাম ঘটে চলে, কখনও তা অনুভূতির দোড়গোড়ায় নাড়া দেয়, অনুরণন তোলে, কখনও বা অতি মূল্যবান ঘটনাকেও অন্যান্য ঘটনার ভিড়ে বেমালুম এড়িয়ে যেতে হয়। তাই বলে জীবনের প্রতিটা যাপন কোনোটাই কম গুরুত্বের পর্যায়ে পড়ে না, বা কোনোটাকেই মিথ্যে বলতে পারি না। মনের অলিগলিতে ঘটে চলে বহু ঘটনা। সেগুলোই যা অনুভবে আসে, সাহিত্যে তার প্রকাশ ঘটে। কখনো কবিতায়, কখনো বা গল্পে, অণুগল্পে, প্রবন্ধ, উপন্যাসে। সাহিত্যের বিভিন্ন শাখায় তার ধ্বনি অনুরণিত হতে থাকে। আমার 'আড়ালপ্রিয় চুপকথারা' এই অণুগল্প সমন্বিত গ্রন্থটিতে যে চল্লিশটি গল্প লিখেছি, স্বাদে-গন্ধে তা একটির থেকে থেকে অন্যটির মধ্যে বেশ ফারাক আছে। প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ছোট্ট এক একটি ঘটনাকে তুলে নিয়ে তুলির আঁচড়ে তাকে বর্ণময় করে তোলার আপ্রাণ প্রয়াস চালিয়েছি। অনেক না বলা কথারা চুপিসারে এখানে স্থান পেয়েছে। আসলে ওরা হয়তো বড় বেশি আড়ালপ্রিয়। চুপিচুপি ওরা কথা কয় এবং আদরের প্রশ্রয়ে মাততে চায়।

এবার কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে রবীন বসুর কিশোর গল্প সংকলন ‘ছায়াঢাকা বাড়ি’। এতে মোট ১৪টি ভিন্ন স্বাদের নাতিদীর্ঘ গল্প আছে। যেগুলোতে, শিশু-কিশোর মনস্তত্ত্ব, তাদের কল্পনা, অ্যাডভেঞ্চার, ইতিহাস প্রিয়তা ও অনুসন্ধিৎসু মনের বাঙ্ময় প্রকাশ ঘটেছে। গল্পগুলি শুকতারা, কিশোর ভারতী, উড়োজাহাজ, সুখবর, গণশক্তি, দৈনিক স্টেটসম্যান সংবাদপত্রের কিশোর বিভাগে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়। সরল শিশু-কিশোর মনে মানবতার বীজ বপন করাই লেখকের উদ্দেশ্য।

রবীন বসুর জন্ম ১৯৫৮ সালে তৎকালীন অবিভক্ত ২৪ পরগনায়। কলেজে পড়ার সময় থেকেই লেখালেখি শুরু। প্রকাশিত গল্পগ্রন্থ ৩, উপন্যাস ১, কবিতার বই ১০, কাব্যোপন্যাস ১, সম্পাদিত গ্রন্থ ৪। গল্পের জন্য পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা সেরা গল্পকার ১৯৮৭, মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার ২০১৮, ধ্বজাধারী স্মৃতি পুরস্কার ২০১৮, প্রভাত কুমার সরকার স্মৃতি পুরস্কার ২০১৯। দুটি জীবনকৃতি সম্মাননা ২০১৯, ২০২০। সম্প্রতি ‘দ্রিমি দ্রিমি নৃত্য হবে’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ ও ‘নির্জন সভ্যতার মার্চমাস’ কাব্যগ্রন্থের জন্য অন্নদাশঙ্কর রায় স্মৃতি সম্মাননা ২০২৩।

আমাদের বিশেষ ভালো লেগেছে দু’টি কবিতা সংকলন।
প্রথমটি হল কবি রোহিত ঘোষালের ‘পীড়িত অববাহিকা’। রয়েছে নির্বাচিত ৪২টি কবিতার সংকলন। প্রকাশক : কাগজের ঠোঙা।

দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় ১৯৯০ এর ৯ অক্টোবর কবি রহিত ঘোষালের জন্ম,সেখানেই শৈশব ও কৈশোর ব্যয় করেন।লেখালেখি করছেন ২০০৭ সাল থেকে। জীবনের বিচিত্র সব শিল্প সংস্কৃতি সংক্রান্ত কৌতূহল ও স্বপ্ন মেটাতে ও বাস্তবায়ন করতে প্রাতিষ্ঠানিক পড়াশুনা কলেজ অব্দি।বিভিন্ন রকম পেশা বদলে বর্তমানে একটি ব্যক্তি উদ্যোগের প্রতিষ্ঠানে কর্মরত।কবিতা লেখার আশেপাশে অভিনয় করেছেন মঞ্চনাটক ও অন্তরঙ্গ নাটকে।গান গেয়েছেন এবং লিখেছেন নানা বাংলা ব্যান্ডের দলে,অবসরের ছবি আঁকতে ভালোবাসেন আপন মনে।

দ্বিতীয়টি হল কবি সায়নদীপ ঘোষের ‘আটটি কালো কবিতা ( ডেথনোট )’। প্রকাশক সাহিত্য সহবাস প্রকাশন। 
আলোর বিপরীতে ছুটে চলা অন্ধকার মানুষের জীবনে একটা অভিশাপের মত । না চাইতেও সকলকেই এই অভিশাপ বহন করতে হয় । আমরা প্রত্যেকটি মানুষ যেনো এক একজন মুখোশ ধারী পথিকের ন্যায় । দিনের আলোয় হাসার অভিনয় করে যখন দিনের শেষে বাড়ি ফিরি তখন সেই মুখোশের সাথে জড়িয়ে যায় ত্বকের চামড়া যাতে লেগে থাকে দুঃখ , কষ্ট , অত্যাচার , না ভুলতে পারা অতীত, নৃশংসতা, কাম, ক্রোধ, লালসার মতো অজস্র কালো উপাদান । আমরা প্রত্যেকেই হই কারোর না কারোর জীবনের অপরাধী । কেউ চেয়ে পায় আবার কেউ না চেয়ে কিন্তু কালো মেঘ থেকেই যায়। ডেথনোট এর প্রত্যেকটি নোটের পিছনে আছে এক একটি মৃত্যুর আত্মকথা ।

তরুণ কবি সায়নদীপ ঘোষের জন্ম ২০০১ সালে ১৭ ডিসেম্বর হাওড়ার অন্তর্গত আমতাতে । নিজেস্ব স্কুল " সরস্বতী শিক্ষালয় " এবং তারপরে নাগপুরে সেন্ট জর্জ কনভেন্ট স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হন ডায়মন্ড হারবারে সরিষা রামকৃষ্ণ মিশনে এবং স্কুলজীবন শেষ করে ভর্তি হন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্টাল কলেজে । ২০২৩ সালে অনার্স পাস করেন গণিতে । বর্তমানে পাঠরত বিভিন্ন এন্ট্রান্স এক্সাম এর জন্য । ছোট থেকেই গল্প কবিতা পড়ার শুরু তারপর কলম ধরা লকডাউন টাইমে । বিভিন্ন পত্রিকা এবং কবিতা সংকলনে মূলত কবিতা লেখা প্রকাশের মাধ্যমে প্রিন্ট মিডিয়াতে লেখালিখির শুরু । ২০২২ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাহিত্য সহবাস প্রকাশন থেকে প্রথমবার কবিতার একক সংকলন প্রকাশ । এছাড়াও গল্পের ঠিকানা অরিজিনালস বলে একটি অডিও স্টোরির প্ল্যাটফর্ম আছে ইউটিউবে। বিভিন্ন চ্যানেল এ ছোট বড় নানান গল্প লিখেছেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন