এবার বইমেলায় আসছে কিংশুক প্রামাণিকের ‘পলিট্রিক্স’-এর অষ্টম খণ্ড

কিংশুকের লেখা বইগুলি সাংবাদিকতার ছাত্রদের কাছে সমসাময়িক রাজনীতির তথ‌্য-ভাণ্ডার। 
এবার বইমেলায় আসছে কিংশুক প্রামাণিকের ‘পলিট্রিক্স’-এর অষ্টম খণ্ড
লেখক-সাংবাদিক কিংশুক প্রামাণিক ও তাঁর নতুন বইয়ের প্রচ্ছদ। বইতন্ত্র।

বইতন্ত্র : প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ২০১৪ সালে। কলকাতা বইমেলায়। আর এ বছর বইমেলায় বিশিষ্ট সাংবাদিক কিংশুক প্রামাণিকের (Kingshuk Pramanik) ‘পলিট্রিক্স’-এর অষ্টম খণ্ড – ‘পলিট্রিক্স - দেশবিদেশ’ প্রকাশিত হতে চলেছে। স্বাভাবিকভাবেই অন‌্য খণ্ডগুলির মতোই, আসন্ন খণ্ডটি নিয়েও পাঠকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।২০১০ সালের গোড়া থেকে ‘সংবাদ প্রতিদিন’ দৈনিকে প্রতি বুধবার উত্তর সম্পাদকীয়তে কিংশুকের ‘পলিট্রিক্স’ কলমটি প্রকাশিত হয়েছে। শুরু থেকেই কলমটি পাঠকমহলে প্রবল জনপ্রিয়তা অর্জন করে। বহু বিদগ্ধজন কলামটিতে প্রকাশিত বিভিন্ন পর্বের প্রশংসা করেছেন নানা সময়ে। বলতে গেলে এতদিনে দৈনিক পত্রিকাটির একটি ‘ইউএসপি’ হয়ে উঠেছে।

কিংশুক বলেন, “প্রায় তিরিশ বছর রাজনৈতিক সংবাদদাতা হিসাবে রাজ্য, দেশ তথা বিদেশ সফর থেকে একটা অভিজ্ঞতার ভাণ্ডার তৈরি হয়েছে। সেটা থেকেই পলিট্রিক্স লেখার ভাবনা। বহু ঘটনার, তা ঐতিহাসিক হতে পারে, কিংবা নিছক সাধারণের নজর এড়িয়ে যাওয়ার মতো, কিন্তু গুরুত্বপূ্র্ণ ঘটনার সাক্ষী হয়েছি। বহু মানুষের সংস্পর্ষে এসেছি। রাজনীতি থেকে শিল্প-কলা, খেলাধুলো, ধর্মীয় ব‌্যক্তিত্ব– কে বাদ নেই। সেই সব ঘটনা, সেই সব অভিজ্ঞতাই লিপিবদ্ধ করে রাখতে চেয়েছি।”

২০১৪ সালে সেই সব কলামের সংকলন নিয়েই প্রথম বই আকারে প্রকাশিত হয়েছিল ‘পলিট্রিক্স’। প্রথম বইটিই পাঠকমহলে সমাদৃত হয়েছিল। কিংশুক ব‌্যস্ত সাংবাদিক। সংবাদ প্রতিদিনের অ‌্যাসোসিয়েট এডিটর, সেই সঙ্গে কলকাতা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস‌্য– এ ছাড়াও অনেক দায়িত্ব সামলে নিয়মিত ‘পলিট্রিক্স’ কলামটি লিখে চলেছেন। বিদেশ সফরে, কিংবা দেশ-রাজ্যের কোথাও কোনও অ‌্যাসাইনমেন্টে– বুধবারের কাগজের জন‌্য কিংশুক ‘পলিট্রিক্স’ কলমটি লিখবেনই। এমনকী, অসুস্থ হয়ে হাসপাতালে থাকাকালীনও চিকিৎসাধীন অবস্থায় ‘পলিট্রিক্স’ লিখেছেন।

প্রকাশ হতে চলা ‘পলিট্রিক্স - দেশবিদেশ’ প্রসঙ্গে লেখক-সাংবাদিক কিংশুকের বক্তব‌্য, “এবারের বইটিতে রাজনীতির সঙ্গে বিষয়মুখী লেখনী। বাংলাদেশ, স্পেন, দুবাই, লাদাখ সফরের অভিজ্ঞতা। আবার ইতিহাস। মণিপুরে সাম্প্রতিক হিংসা কিংবা নোবেলজয়ী অর্থনীতিবিদ, বাংলার গর্ব অমর্ত্য সেনের অসম্মানের মতো অনেক বিষয় সেখানে থাকবে।”

কিংশুকের এযাবৎ প্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখ‌‌্যযোগ‌্য হল, পলিট্রিক্স-সিক্স, পলিট্রিক্স - রাজ‌্য টু রাজধানী, বাংলা নিজের মেয়েকেই চায়, পলিট্রিক্স - ওনলি মমতা, পলিট্রিক্স - অন‌্যচোখে, লকডাউনের দিনগুলি এবং পাঁচটি প্রেমের গল্পের সংকলন ‘ভালবাসা আছে ভালবাসাতেই’ ইত‌্যাদি। কিংশুকের লেখা বইগুলি সাংবাদিকতার ছাত্রদের কাছে সমসাময়িক রাজনীতির তথ‌্য-ভাণ্ডার। ভবিষ‌্যৎ সাংবাদিকরা তাঁদের পেশার জন‌্য প্রয়োজনীয় প্রচুর তথ‌্য পেয়ে যাবেন তাঁর এই বইগুলি থেকে।

Post a Comment

নবীনতর পূর্বতন