বইমেলায় সন্দীপের নতুন বই ‘মাদ্রীপুত্র’, দুই চরিত্রের খোঁজ

মাদ্রীপুত্ররা পাণ্ডবের অংশ হয়েও ‘দ্বয়’ হয়েই যেন একটু স্বতন্ত্র।
বইয়ের উদ্বোধনে বিধায়ক মনোরঞ্জন ব‌্যাপারী ও লেখক সন্দীপ চক্রবর্তী।

সঞ্চয়
সহদেব এক দূরদর্শী প্রজ্ঞাবান চরিত্র। নকুল সুপুরুষ ও বীর। দুজনাই আয়ুর্বেদ শাস্ত্রেও পারদর্শী। অশ্বচালনা, অস্ত্রচালনাতেও পটু। কিন্তু মহাভারতের এই দুই চরিত্র কার্যত উপেক্ষিতই থেকে গিয়েছে। কাজেই আমরা পঞ্চপাণ্ডবের দুই সহদর নকুল ও সহদেব সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারি না। বাংলা সাহিত্যেও এই দুই চরিত্র নিয়ে বিশেষ একটা বিশ্লেষণমূলক লেখালেখি হয়নি। সেই কাজটি করে ফেলেছেন বিশিষ্ট সাংবাদিক সন্দীপ চক্রবর্তী। ওঁর ‘মাদ্রীপুত্র’ বইটি এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিক প্রকাশ হল। মেলাপ্রাঙ্গনে একটি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রবীণ লেখক তথা বিধায়ক মনোরঞ্জন ব‌্যাপারী।

বিজ্ঞাপন

মহাভারতের বিভিন্ন চরিত্র নিয়ে প্রচুর লেখালেখি রয়েছে বাংলা সাহিত্যে। কিন্তু মাদ্রীপুত্ররা পাণ্ডবের অংশ হয়েও ‘দ্বয়’ হয়েই যেন একটু স্বতন্ত্র। ছোট থেকে বিমাতার স্নেহ পরশে লালিত হয়েও গর্ভধারিণীর জন‌্য ছিল চিরকালীন আকুতি। আবার প্রথম পাণ্ডবত্রয়ের ছত্রছায়ায় থেকেও নিজস্বতায় সমুজ্জ্বল। সন্দীপ চক্রবর্তীর মাদ্রীপুত্র বইটি যেন ওঁদের প্রাপ‌্য মর্যাদা ফেরানোর সফল প্রচেষ্টা। তাই এটি মহাভারত-এর মধ্যে থেকেও যেন অন‌্য এক মহাভারত, এক নতুন কাহিনী।

সন্দীপ কলকাতার একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদনা বিভিগের সঙ্গে যুক্ত। তবে তার সঙ্গেই সাহিত‌্যচর্চা চালিয়ে যাচ্ছেন। পছন্দ ধর্ম ও দর্শন। সেই সুবাদেই বিভিন্ন মঠ ও মিশনের সান্নিধ‌্য পাওয়া। রামানুজ-রামানন্দী সম্প্রদায়ের নামপ্রেমী ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথ দেবের ছায়াসঙ্গী পরাংকুশ রামানুজ জীয়রের কাছে দীক্ষালাভ। বিভিন্ন পত্রপত্রিকায় ধর্ম বিষয়ে বহু প্রবন্ধ রয়েছে। প্রথম প্রকাশিত বই ‘untold নিবেদিতা’ দারুণ সাড়া ফেলেছিল। এটি সন্দীপের দ্বিতীয় বই।

মাদ্রীপুত্র
সন্দীপ চক্রবর্তী
টাইমলাইন পাবলিকেশন
বিনিময় মূল‌্য : ২০০ টাকা

Post a Comment

নবীনতর পূর্বতন