লোলিটা–র লেখকের পছন্দের বই ছিল ইউলিসিস, রাউলিংয়ের লোলিটা


সব লেখকই প্রথমে পাঠাক। না পড়লে সমসাময়িক সাহিত্য সম্পর্কে যেমন ধারণা করা যায় না, তেমনই বিশ্ব ধ্রুপদ সাহিত্যগুলিও অজানা রয়ে যায়। ফলে লেখার মান ও সাহিত্যের অগ্রগগতি বাধাপ্রাপ্ত হয়। তা ছাড়া মনের ক্ষুধা থেকে যেমন বই লেখা, তেমনই বই পড়াও মনে ক্ষুধা মেটাতেই। বিশ্বখ্যাত, বড় লেখকেরাও এর ব্যতিক্রম নন। বিখ্যাত ও জনপ্রিয় কয়েকজন লেখকের প্রিয় কিছু বইয়ের কথা এখানে তুলে ধরা হল।

মার্ক টোয়েন

Mark Twain

মিসিসিপি–পারের লেখক মার্ক টোয়েনের প্রিয় বই সম্পর্কে খুব বেশি জানা যায় না। তাঁর এক বন্ধুকে লেখা একটি চিঠিতে এ ব্যাপারে কিছু ইঙ্গিত মেলে। থমাস কার্লির ‘দ্য ফ্রেঞ্চ রেভুলেশন’, স্যার থমাস ম্যালোরির ‘কিং আর্থার’ এবং আরব্য রজনীর গল্প (অ্যারাবিয়ান নাইটস) ছিল এই লেখকের প্রিয় বই।

জেন অস্টিন

Jane Austen

আঠারো শতকের ব্রিটিশ লেখক জেন অস্টিন মাত্র সাতটি উপন্যাস লিখেছিলেন। তাঁর মধ্যে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ এবং ‘ইমা’ পেয়েছে ধ্রুপদি সাহিত্যের মর্যাদা। তাঁর প্রিয় বইগুলির মধ্যে রয়েছে লর্ড বায়রনের ‘দ্য কোরস্যায়ার’, ম্যাদাম দ্য জেনলিসের ‘অলিম্প অ্যান্ড থিওফিল’ এবং অ্যান র​্যডক্লিফের ‘দ্য মিস্ট্রি অব উদলফো’।

জর্জ আর আর মার্টিন

George Raymond Richard Martin

সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া বই ‘গেম অব থ্রোন’-এর লেখক জর্জ আর আর মার্টিনের প্রিয় বই ‘দ্য লর্ড অব দ্য রিংস’। স্কুলে থাকতেই জে আর আর টলকিনের এ বইটি পড়ে ফেলেছিলেন তিনি। এ ছাড়া এই মার্কিন নভেলিস্টের প্রিয় বইয়ের তালিকায় আছে এমিলি সেন্ট জন ম্যান্ডেলের লেখা ‘স্টেশন ইলেভেন’।

ভ্লাদিমির নভোকভ

Vladimir Vladimirovich Nabokov

টাইম-সহ সর্বকালের সেরা ১০০ বইয়ের বেশ কয়েকটি তালিকায় স্থান পেয়েছে রাশিয়ান–আমেরিকান নভেলিস্ট ভ্লাদিমির নভোকভের ‘লোলিটা’। তাঁর প্রিয় বঘয়ের তালিকায় রয়েছে জেমস জয়েসের ‘ইউলিসিস’, কাফকার ‘দ্য মেটামরফোসিস’, অ্যান্দ্রেই বেলির ‘পিটার্সবার্গ’, প্রাউস্টের ‘ইন সার্চ অব লস্ট টাইম’।

আর্নেস্ট হেমিংওয়ে

Ernest Miller Hemingway

দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’-এর লেখক আর্নেস্ট হেমিংওয়ে একবার বলেছিলেন, বইয়ের চেয়ে বিশ্বস্ত বন্ধু আর কেউ নেই। আমেরিকান নভেলিস্ট তাঁর এ রকম কয়েকজন প্রিয় ও বিশ্বস্ত বন্ধুর নামও বলেছিলেন। যার মধ্যে রয়েছে লিও টলস্টয়ের ‘আন্না ক্যারেনিনা’, ‘ওয়ার অ্যান্ড পিস’, এমিলি ব্রনটির ‘ওয়েদারিং হাইটস’, গুস্তাভ ফ্লোবেয়ারের ‘মাদাম বোভারি’, ফিউদর দস্তভয়েস্কির ‘দ্য ব্রাদার্স কারামাজোভ’, মার্ক টোয়েনের ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’, ইভান তুর্গেনিভের ‘আ স্পোর্টস ম্যানস স্কেচ’–সহ আরও কিছু বই।

জে কে রাউলিং

J. K. Rowling

হ্যারি পটার খ্যাত ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের বড়দের জন্য ছদ্মনামে লিখেছেন ‘সিল্কওর্ম’। তাঁর প্রিয় বইয়ের তালিকায় রয়েছে জেন অস্টিনের ‘এমা’, লুইজা মে অ্যালকটের ‘লিটল উইমেন’, অ্যানা সেওয়লের ‘ব্ল্যাক বিউটি’, চালস ডিকেন্সের ‘দ্য টেল অব টু সিটিজ’, নেসবেথের ‘দ্য স্টোরি অব দ্য ট্রেজার সিকারস’, শেক্​সপিয়ারের ‘ম্যাকবেথ’, হোমারের ‘ইলিয়াড’, নভোকভের ‘লোলিটা’, অ্যামি শুমারের ‘দ্য গার্ল উইথ দ্য লোয়ার ব্যাক টাট্টু’, রোয়াল্ড ডালের ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’, ড্যানিয়েল ডিফোর ‘রবিনসন ক্রুসো’, জেসিকা মিটফোর্ডের ‘ডেক্কা’। এ বইগুলোর বেশির ভাগই তাঁর ছোটবেলায় খুবই প্রিয় ছিল।

রে ব্র্যাডবেরি

Ray Douglas Bradbury

মার্কিন কল্পবিজ্ঞান কাহিনীর লেখক রে ব্র্যাডবেরির পছন্দের বইয়ের তালিকাটা বেশ দীর্ঘ। এর মধ্যে উল্লেখযোগ্য হল জর্জ বার্নাড শয়ের রচনার সংকলন, লরেন ইসলের লেখা বিভিন্ন বই, হারমান মেলভিলের মবি ডিক। তবে তিনি লিখতে উৎসাহিত হয়েছিলেন এডগার রাইজ বারোজের লেখা ‘জন কার্টার: ওয়ারলর্ড অব মার্স’ সিরিজের বইগুলো পড়ে।

নিজস্ব প্রতিনিধি

Post a Comment

নবীনতর পূর্বতন