আটটি বই কিন্তু লুকিয়ে পড়তে হবে। জানেন নাকি নামগুলো?


ডেল্টা ডি ভেনাস

অ্যানাই নিন

Delta de Venus

চূড়ান্ত যৌন আবেদনে পূর্ণ সংকলনের প্রতিটি গল্পই নারীর কামোত্তেজনার বিশ্লেষণ ও উদযাপনের দলিল বিশেষ। গল্গের মূল থিম রোমান্স, আর তার হাত ধরেই অবধারিত প্রবেশ ঘটেছে দেহজ প্রসঙ্গের। বইটির বিশেষত্ব তার অনবদ্য কাব্যময় গদ্য, যা পাঠকের যৌন ইচ্ছার পারদ চড়াতে বাধ্য।

লস্ট লেডি

জুড ডেভেরৌ

Lost Lady

আদ্যপান্ত যৌনতা বিষয়ক উপন্যাসটি নিয়ে বিতর্কের শেষ নেই। তবে বইটির প্রায় প্রতিটি অধ্যায় কামোত্তেজনায় টইটম্বুর। গল্পের কেন্দ্রীয় চরিত্র ট্র্যাভিস স্ট্যান্ডফোর্ড এক কঠিন মনস্ক উদভ্রান্ত যৌবনাকে রক্ষা করার অঙ্গীকার করেন। কিন্তু তিনি বুঝতে পারেননি কাজটা ঠিক কতটা শক্ত। কাহিনীর পরতে পরতে এরপর জড়িয়ে থাকে তীব্র উত্তেজনা, রোমান্স ও যৌনতার বিভিন্ন বিভহ্গ, যা পাঠকের যৌন চেতনা তীব্রতর করে তোলে।

ইজি

তাম্মারা ওয়েবার

Easy

যদি কলেজ পড়ুয়া হন এবং সহপাঠীর প্রেমে আকণ্ঠ ডুবে গিয়ে থাকেন, তাহলে এই বই আপনার জন্য। তবে আগেই সাবধান করে দেওয়া ভালো, বইটির বেশ কিছু অংশ রীতিমতো ডার্ক সাহিত্যধর্মী। তবে যৌনতার স্বাদ বইটির পাতায় পাতায়, যা আপনাকে গভীর রাত পর্যন্ত জাগিয়ে রাখতে বাধ্য।

লং হার্ড রাইড

লোরেলেই জেমস

Long Hard Ride

তীব্র যৌন আবেগ জাগিয়ে তুলতে বইটি অদ্বিতীয়। তিন দুরন্ত কাউবয় ও এক তৃষিত যুবতীর উদগ্র যৌনতায় মোড়া উপন্যাসের প্রতিটি অধ্যায়। কাহিনীর নায়িকা চ্যানিং কিংকাইড যখন কাউবয় কলবি ম্যাক'কে-র প্রেমে পড়ল, তখন বোঝাই যায়নি তার জীবনে কী প্রবল যৌনতা নিয়ে হাজির হবে আরও দুই পুরুষ।

দ্য ডার্কেস্ট নাইট

জেনা শোওয়াল্টার

The Darkest Night

উপন্যাসের দুই মুখ্য চরিত্রের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন দেখা য়ায়। পরস্পরের মস্তিষ্কের ভিতর তারা তীব্র কামনার শিখা জ্বালিয়ে দিতে সক্ষম হয়। অথচ, পুরো ব্যাপারটাই ঘটে আরোপিত ধীর গতিতে, যেন স্বপ্নের মায়াজালের ভিতর দিয়ে তরহ্গায়িত হতে হতে।

ডান্স আপুন দ্য এয়ার

নোরা রবার্টস

Dance Upon the Air

এই বইতে যৌনতা ও ইন্দ্রজালের এক অভূতপূর্ব মিশেল ঘটেছে। জ়্যাক টডের প্রেমে পাগল যুবতী নেল চ্যানিং। বলা বাহুল্য, এই প্রেমগাথা শুধু প্লেটোনিক স্তরেই আটকে থাকেনি। ইন্দ্রিয়সুখের চরম পর্যায়ে পৌঁছে দিতে এই বইয়ের জুড়ি নেই।

সেক্স ক্রিমিনালস, ওয়ান উইয়ার্ড ট্রিক

চিপ জডার্স্কি

Sex Criminal

কাহিনীর নায়ক ও নায়িকা, সুজান ও জন পরস্পরের প্রতি শুধু অনুরক্তই নয়, দস্তুরমতো কামান্ধ। তবে তাদের যৌনতার এমনই আবেদন যে, সময় যেন তাদের ঘিরে থমকে দাঁড়িয়ে পড়ে।

প্লে উইথ মি

অনন্ত

Play with Me

এই উপন্যাসের মূল উপপাদ্য সিড ও কারার প্রেম। প্রথম আলাপের পরে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়লে তা ভালোবাসায় রূপান্তরিত হয়। সেই সূত্রেই তাদের জীবনে ঢুকে পড়ে যৌনতা। তার মোহজালে আবদ্ধ নয়, পরস্পরকে সম্পূর্ণ উপভোগ করতে সক্ষম হয় প্রেমিক যুগল। 

Post a Comment

নবীনতর পূর্বতন