‘কালোয় আলোয়’-এর পর অতনুর নতুন বই ‘এবং বদলাপুর’

অধুনা ঝাড়খণ্ড, তদানীন্তন বিহারঘেঁষা খনি-শিল্পাঞ্চলের আঁধার জগতের ধূসর পটভূমিতে অতনু বন্দ্যোপাধ্যায়ের আরও একগুচ্ছ আখ্যান। অপরিমেয় হিংস্রতা, অকল্পনীয় নির্মমতা ও ছারখার করে দেওয়া প্রতিশোধস্পৃহার পাশাপাশি অনন্য মানবিকতার ছটায় মাখামাখি রুদ্ধশ্বাস কাহিনীগুলির ভিত্তি একেবারেই বাস্তব। পরতে পরতে ফুটে উঠেছে রক্তস্নাত ডার্ক ওয়র্ল্ডের অন্য আর এক মুখ, যা আমজনতার কাছে অপরিচিত। বাংলা সাহিত্যের কুলুঙ্গিতে এমন ধারার লেখাও এ যাবৎ ঠাঁই পায়নি।

প্রকাশিত হয়েছে

আনাড়ি মাইন্ডস পাবলিকেশনের প্রথম নিবেদন

এবং বদলাপুর
লেখক : অতনু বন্দ্যোপাধ্যায়

Post a Comment

নবীনতর পূর্বতন