সনাতন
"দেশ-বিদেশর কাব্যমালা" কাব্য সংকলন গ্রন্থের কবি তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কবি। এছাড়া আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, দিল্লি, মুম্বাই, হরিয়ানা, রাজস্থান এবং বাংলাদেশ,প্রবাসী ইরান, সৌদি আরব, ইংল্যান্ড ও আমেরিকার কবি প্রমুখ। সব মিলিয়ে এটি একটি আন্তর্জাতিক পর্যায়ের কাব্য সংকলন গ্রন্থ। এই কাব্য সংকলন গ্রন্থে রয়েছে নবীন-প্রবীণ, খ্যাত-অখ্যাত এবং গুণী কবিদের নিয়ে মোট ৬২জন কবিদের কবিতা। এই সমস্ত কবিদের দৃষ্টিতে তাদের কবিতা অবশ্যই মানসম্মত। তবে ভবিষ্যৎ বলবে কতটা মানসম্মত হয়েছে।
এখানে কোন কবির একটি, কোন কবির দুটি, কোন কবির তিনটি, কোন কবির চারটি, কোন কবির পাঁচটি কবিতা রয়েছে। এছাড়া আরও রয়েছে কবিদের ছবি, কবিদের সংক্ষিপ্ত কবি পরিচিতি। কবিরা তাঁরা তাঁদের মতো করে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে চিন্তা-চেতনার প্রকাশ ঘটিয়েছেন তাঁদের কবিতায়। ফলে কবিদের রচনাশৈলী ও কবিতার বৈশিষ্ট্যও ভিন্ন ভিন্ন রকম এবং ভিন্ন ভিন্ন স্বাদের। যা পাঠককে মুগ্ধ করবে নিশ্চয়। সব মিলিয়ে এক অসাধারণ শৈল্পিক সমন্বয় ঘটেছে এই কাব্যসংকলন গ্রন্থটিতে।
একটি মন্তব্য পোস্ট করুন