যা জেনে রাখা দরকার

সনাতন

বর্তমানে যদি একটা নিরপেক্ষ পরিসংখ্যান নেওয়া যায় তাহলে দেখা যাবে বেশিরভাগ দাম্পত্য সম্পর্ক-ই আজ বিষময় হয়ে উঠেছে। অথচ আমাদের সমাজের প্রত্যেক স্বামী-স্ত্রী চায় সুন্দর সুখী দাাম্পত্য সম্পর্ক। তাই তারা পরস্পরই একটি চমৎকার দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তারপরেও সবাই পুরোপুরি সফল হতে পারে না। পুরোপুরি সফল দাম্পত্য সম্পর্ক গড়ে তোলা কি আদৌ সম্ভব? এ প্রশ্নে সঠিক জবাব দেওয়া বড়ই কঠিন। কারণ সুখ-সাফল্য ইত্যাদি ব্যাপারগুলো আপেক্ষিক। মানুষে মানুষে এগুলোর প্রকারভেদ দেখা যায়। সুষ্ঠ সুন্দর দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে তাই আজ অনেকই ব্যর্থ। এ কারণেই দাম্পত্য সম্পর্ক বিগত দুটি দশেক মাঝে মাঝেই নানা প্রশ্ন চিহ্নের মুখোমুখি হচ্ছে। কোথাও কোনো অমিল নেই। পারস্পরিক ত্যাগ স্বীকারের ক্ষেত্রেও ঘাটতি নেই। তবুও সম্পর্কগুলো কখনও ভেঙে যাচ্ছে, আবার কখনও নিছক কর্তব্য পালনে পরিণত হচ্ছে। কেন এমন হচ্ছে? সমস্যার শিকড় অনেক গভীরে। তারই মনস্তাত্ত্বিক বিশ্লষণ করা হয়েছে এই গ্রন্থে।

Post a Comment

নবীনতর পূর্বতন