বলিউড অভিনেত্রী করিনা কাপুরের সদ্যপ্রকাশিত বইয়ের বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ। সম্প্রতি জুগারনাট প্রকাশনা সংস্থার ব্যানারে প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘প্রেগনেন্সি বাইবেল’ বইটি। অভিযোগ, পবিত্র ‘বাইবেল’ শব্দটি এই বইয়ের নামকরণে ব্যবহার করায় ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে। এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে আলফা ওমেগা খ্রিশ্চান মহাসংঘ। সংগঠনের সভাপতি আশিস শিন্ডে মহারাষ্ট্রের বিড জেলার শিবাজি নগর থানায় করিনা-সহ দুই জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যাঁদের মধ্যে রয়েছেন এই বইয়ের সহ-লেখিকা অদিতি শাহ ভিমানি এবং প্রকাশনা সংস্থা জুগারনাটের কর্ণধার। আশিস শিণ্ডের বক্তব্য, ‘বাইবেল শব্দ পবিত্র। সেই শব্দ বইয়ের শিরোনামে ব্যবহার করে ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন করিনা কাপুর-সহ তিন জন। তাঁদের বিরুদ্ধে আইপিসির ২৯৫-এ ধারায় মামলা দায়ের হোক।’
৯ জুলাই নতুন বই প্রকাশ করেন করিনা। এই সৃষ্টিকে তিনি তাঁর তৃতীয় সন্তান বলে অভিহিত করেছেন অভিনেত্রী। চলতি বছর ফেব্রুয়ারিতেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা। সম্প্রতি তাঁর নামকরণ হয়েছে। যদিও এই বই প্রসঙ্গে করিনার বক্তব্য, ‘মাতৃত্বকালীন অবস্থায় কী প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সেই সব অভিজ্ঞতাই তিনি বইটিতে লিখেছেন।’
ভারতের মতো বহু ধর্মমতের বাসিন্দাদের দেশে বইয়ের বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগের দৃষ্টান্ত কম নেই। সেই তালিকায় এ বার যোগ হল করিনার ‘প্রেগন্যান্সি বাইবেল’।
প্রতিনিধি
একটি মন্তব্য পোস্ট করুন