নতুন বই : নন্দিতা মিশ্র চক্রবর্তীর ‘ব্ল্যাকবক্স’


মানিকতলার বনেদি ব্যবসায়ী পরিবারের গৃহকর্ত্রী পারমিতার কেন মনে হয় কেউ তাকে খুন করতে চাইছে? বখে যাওয়া ছেলে‌কে তিনি কেন বঞ্চিত করলেন তাঁর উইলে? অভিনেতা স্বামী কেন ছেড়ে দিলেন অভিনয়?

বেলদা কলেজের ইতিহাসের প্রাক্তন অধ্যাপক আদিনাথবাবু কেন ভয় পাচ্ছেন? কুরুমবেরা দুর্গে কেন মাঝে মাঝে একাধিক ব্যক্তি মিলিত হয়? পরিতোষ কেন মিথ্যে বলল যে সে ব্যাংকে চাকরি করে? বহুমূল্য পোখরাজ কি শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হবে?

পিৎজা ডেলিভারি বয় কি সত্যিই হত্যাকাণ্ডে যুক্ত? কে সেই মুখোশধারী ধর্ষণকারী? আলোময়   বারের পিছনে কী চলে? কারা চালায়? আন্তর্জাতিক চোরাচালানকারীরা কীভাবে জড়িয়ে থাকে একে অপরের সঙ্গে? শেষ পর্যন্ত কি ধরা পড়বে পরিচিত সাহিত্য সমালোচক ও কবির খুনীরা?

তরুণ প্রাবন্ধিক ও কথাকার নন্দিতা মিশ্র চক্রবর্তীর প্রথম থ্রিলার গ্রন্থ ব্ল্যাক বক্স। গোয়েন্দা প্রত্যুষা, সহকারী অর্ক এবং পুলিশ অফিসার সায়ন্তন এই তিনজনের যৌথ তদন্ত অভিযানেরও শুরু এই বইয়ের ঘটনাগুলোর মধ্যে দিয়ে। আসুন পাঠক সাক্ষী থাকুন নতুন সময়ের নতুন গোয়েন্দার প্রথম অভিযানের।

ব্ল্যাকবক্স
নন্দিতা মিশ্র চক্রবর্তী 
অভিযান পাবলিশার্স।
প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস।

Post a Comment

নবীনতর পূর্বতন