৩১ অক্টোবর, নভেম্বর, ১৯৮৪।
পাটনার শিখ দাঙ্গায় লায়লার চাচার পরিবারকে নিকেশ করা হল নারকীয় নৃশংসতায়।
সর্দারের বুকের গহিনে ধিকিধিকি জ্বলা প্রতিহিংসার আগুন আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ল সাড়ে চার বছর বাদে, খনিশহরের এক আগুনজ্বলা গ্রীষ্মের নিঝুম মধ্যাহ্নে। রচিত হল বদলা উসুলের এমন এক হাড়হিম অধ্যায়, হিংস্রতা ও নির্মমতায় কয়লাশহরের অপরাধ-ইতিহাসে যা চিরস্মরণীয় হয়ে আছে।
লেখকের নিজস্ব স্মৃতি ও পরিচিতবৃত্তের অভিজ্ঞতাপ্রসূত, কঠিন বাস্তবের সেই রক্তস্নাত বৃত্তান্ত এবার ছাপার অক্ষরে, আট পর্বের উপন্যাসে। বাজি ফেলে বলা যায়, সরাসরি অপরাধজগতের অন্দরমহল থেকে তুলে আনা এহেন লেখার সঙ্গে এ যাবৎ বাংলা সাহিত্যের পাঠকের পরিচয় হয়নি। সঙ্গে লোম খাড়া করা আরও বারোটি আখ্যান।
পড়া শেষ হলে নিঃসাড় স্তব্ধতার সঙ্গে বরাদ্দ থাকবে হয়তো দুঁফোটা চোখের জলও।
কলকাতা বইমেলায় আসছে
আগুনের পরশমণি
লেখক# অতনু বন্দ্যোপাধ্যায়
প্রকাশক# রূপম প্রকাশনী
মূল্য# ৩০০ টাকা
Wahhh. Thank you so much
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন