কেমন হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মধ্যপ্রাচ্যের এক নারী এবং লাতিন আমেরিকার এক নারীর এই আবেগে ভেসে হর্ষধ্বনি করলেন উপস্থিত কলকাতার আবেগীপ্রবণ মানুষ।

KIFF 2022
নাহিদ হাসানজাদে এবং ভিরনা মলিনা।

শুক্লাপক্ষ

২০২২ সালের ডিসেম্বরে  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) অনেক গুলো কারণে স্মরণীয় হয়ে রইল । এই ফিল্ম ফেস্টের পুরস্কার মঞ্চে উঠে এল  আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ  জয় এবং ইরানের  হিজাব আন্দোলন! রবীন্দ্র সদনের মঞ্চে দাঁড়িয়ে ইরানের মহিলা পরিচালক নাহিদ হাসানজাদে জানিয়ে দিলেন তিনি ইরানে লড়তে থাকা মহিলাদের পাশে আছেন, অন্যদিকে আর্জেন্টিনার পরিচালক ভিরনা মলিনা দেশের নীল-সাদা জার্সি পরে মঞ্চে উঠে বার্তা দিতে চাইলেন দেশের জয়ে তিনি কতখানি আপ্লুত। মধ্যপ্রাচ্যের এক নারী এবং লাতিন আমেরিকার এক নারীর এই আবেগে ভেসে হর্ষধ্বনি করলেন উপস্থিত কলকাতার আবেগীপ্রবণ মানুষ।  

গোল্ডেন রয়‌্যাল বেঙ্গল টাইগার সেরা ছবির যুগ্ম পুরস্কার পেয়েছে বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং স্পেনের ছবি ‘আপঅন কান্ট্রি’। পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা। আন্তর্জাতিক ইনোভেশন ইন মুভিং ইমেজ বিভাগে আর্জেন্টিনার সায়লেন্ট গ্লোরি ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার নিতেই নীল-সাদা জার্সি পরে মঞ্চে ওঠেন  ভিরনা মলিনা। একই বিভাগে জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন ইরানের সাইলেন্ট গ্লোরি ছবির পরিচালক  নাহিদ হাসানজাদে। পুরস্কার মূল্য ২১ লক্ষ টাকা। এদিকে হীরালাল সেন মোমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে ইন্দ্রানী পরিচালিত ‘ছাদ’। 

বাংলাদেশের পরিচালক  মুহাম্মদ কাইউম রীতিমতো আপ্লুত পুরস্কার পেয়ে। তাঁর ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিতে বাংলাদেশী প্রান্তিক মানুষের অজানা অচেনা জগৎ সম্পর্কে একটা সার্বিক ধারণা পেয়েছেন এপার বাংলার মানুষ। তাছাড়া ছবির উৎকর্ষতা আকর্ষণের কারণ বটেই।  এখানে পরিচালক একটি হাওড় বা লো-ল্যান্ডে কাজের খোঁজে এসে পড়া এক পরিযায়ী শ্রমিকের গল্প শুনিয়েছেন। এখানে ৬ মাস অতি বৃষ্টির কারণে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়, তবে জল সরে যাওয়ার পর উর্বর মাটিতে বিপুল ধান উৎপাদন হয়। কিন্তু, বাকি ৬ মাস কার্যত দ্বীপের মতো করে এক জায়গায় বসে থাকতে হয়। এখানকার মানুষেরই জীবন উঠে এসেছে ছবিতে। 

আর আর্জেন্টিনার ফুটবল টিমের প্রতি কলকাতার মানুষের ভালোবাসা রীতিমতো অবাক করে দিয়েছে ভিরনা মলিনাকে। কলকাতার মানুষের বন্ধুত্বপূর্ণ ব্যবহার মুগ্ধ করেছে ইরানের পরিচালক নাহিদকে। জানালেন, ‘আমার কয়েক জন বন্ধু আন্দোলনে আহত হয়েছেন।’ 

আবার নেতাজি সুভাষচন্দ্র বসু র ১২৫তম জন্মবার্ষিকী ও উঠে এসেছে উৎসবে। দেখা গিয়েছে  অবন্তী সিনহা পরিচালিত তথ্যচিত্র ‘ওয়ার অ্যান্ড ওয়ারশিপ’ ।শোনা যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু বাঙালির প্রিয় দুর্গাপুজোকে সার্বজনীন করে তোলার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন। সিমলা ব্যায়াম সমিতি, বাগবাজার সার্বজনীন, কুমারটুলি-সহ বহু পুজোয় তিনি সভাপতিও হন। কিন্তু শুধুই কি পুজো, একেবারেই নয়। আসলে পুজো এবং উৎসবের আড়ালে তিনি বিপ্লবী গড়ার কাজ করেছেন একটা সময়ে। দেশপ্রেমী যুবকদের ট্রেনিং দেওয়া এবং দলবদ্ধ করাই ছিল তাঁর আসল উদ্দেশ্য। তাই শক্তি আরাধনার আসর তৈরি করে তিনি আসলে যুবকদের লাঠিখেলা, কুস্তি, ছুরি খেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সামনে হয়েছে দুর্গাপুজো, পিছনে হয়েছে সশস্ত্র বাহিনী গড়ার কাজ। নেতাজির সংগ্রামকালের এমনই এক অন্য রকম অধ্যায় নিয়ে তৈরি হয়েছে  এই ডকুমেন্টারিটি। এমনই নানা রঙে রঙিন ছিল এবারের ফিল্ম ফেস্টিভ্যাল ।

Post a Comment

নবীনতর পূর্বতন