ডালাসের কথালয় নাট্যোগোষ্ঠী মঞ্চস্থ করে তাদের নতুন নাটক 'আদিম।' সাংবাদিক অতনু বন্দ্যোপাধ্যায়ের গল্প 'ডাকিনীর ডেরায়' অবলম্বনে কথালয়ের এই মৌলিক প্রযোজনা হিউস্টনের নাট্যপ্রেমী মানুষের মন কেড়েছে দস্তুরমতো।
হিউস্টন দুর্গাবাড়ি পরিচালিত দীপিকা দাশগুপ্ত স্মারক নাট্যোৎসব মার্কিন মুলুকের অন্যতম শ্রেষ্ঠ বাংলা নাটকের উদযাপন কেন্দ্র। ২০০০ সাল থেকে চলে আসা এই কর্মযজ্ঞ এবার ২২ বছরে পড়ল। মাঝে কোভিডের কারণে এক বছর ফেস্টিভ্যাল করা সম্ভব হয়নি।
এ বছর ২৭ ও ২৮ মে ফেস্টিভ্যালের আয়োজন হয়েছিল। আমেরিকার বিভিন্ন প্রান্তের সাতটি শহর থেকে মোট ন'টি নাটকের দল অংশগ্রহণ করে। বস্টন, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, মিশিগান, নর্থ ফ্লোরিডা, ডালাস, হিউস্টন। দু'দিন ব্যাপী নাট্যোৎসবে বিভিন্ন ধারার নাটক পরিবেশিত হল।
এবং সেখানে ডালাসের কথালয় নাট্যোগোষ্ঠী মঞ্চস্থ করে তাদের নতুন নাটক 'আদিম।' সাংবাদিক অতনু বন্দ্যোপাধ্যায়ের গল্প 'ডাকিনীর ডেরায়' অবলম্বনে কথালয়ের এই মৌলিক প্রযোজনা হিউস্টনের নাট্যপ্রেমী মানুষের মন কেড়েছে দস্তুরমতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষলগ্নে, ভারতবর্ষের উত্তর-পূর্ব সীমান্তের এক ছোট্ট রেল স্টেশনে, সভ্য জগতের অগোচরে ঘটে যাওয়া এক হাড়হিম, অলৌকিক ঘটনার ভিত্তিতে তৈরি নাটকটির পরতে পরতে ফুটে উঠেছে স্থানীয় পার্বত্য জনজাতির আদিম জীবনরীতি।
নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন ত্রিদিব চক্রবর্তী, সঙ্গীত পরিকল্পনায় প্রত্যূষা বসু। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন শৌভিক ঘোষ, সঞ্জীব বানু, শ্রেয়সী মিশ্র, ত্রিদিব চক্রবর্তী এবং আরও অনেকে। পরিচালক ত্রিদিব চক্রবর্তীর কথায়, "অতনুদা'র গল্পটা যখন প্রথম পড়েছিলাম, গায়ে কাঁটা দিয়েছিল। সাদা-কালো অক্ষরগুলো যেন জীবন্ত। ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে চরিত্রগুলো। চোখের সামনে স্পষ্ট ঘটনা প্রবহমান। সেদিনই মনে হয়েছিল, এর মধ্যে নাট্য-উপাদান বিস্তর। যদি কোনও ভাবে ফুটিয়ে তোলা যায় মঞ্চে।" মঞ্চে ভয়াল-ভৌতিক পরিবেশ সৃষ্টির জন্য যে ভাবে আলো আর শব্দের ব্যবহার হয়েছে, তা দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

পরিশেষে বলা যায়, একেবারে অন্য রকম গল্প নিয়ে তৈরি এই নাটক দেখে উচ্ছ্বসিত নাট্যোৎসবে আগত দর্শককুল। কথালয় নাট্যগোষ্ঠীর তরফে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয় অতনু বন্দ্যোপাধ্যায়কে, তাঁর গল্প নিয়ে নাটক মঞ্চস্থ করার অনুমতি দেওয়ার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন