কলম যখন বেহিসেবি ভালোবাসার হরফে
কলম যখন বেআব্রু রাজনীতির আঁকে বাঁকে
কলম যখন সর্বনেশে অশ্লীলতার মোহরে
কলম যখন প্রতিবাদী মনুষত্বের অধিকারে
কলম যখন ভঙ্গুর জাতিভেদের প্রাচীরে
কলম যখন ইতস্তত সততার আচরে
কলম যখন হাতিয়ার অধিকারের দাবিতে
কলম তখন প্রতিদ্বন্দ্বি মন আয়নার প্রতিবিম্বে ।
নিশ্চুপ
শব্দহীন বুকের মধ্য দিয়ে নিশ্চুপ ধারা বয়ে চলেছে!
অস্তাচলে বলাকা রাশি যেমন গৃহে ফেরার তাগিদে নিশ্চুপ ।
কিন্তু বুকের নিশ্চুপতার কিসের তাগিদ…. কোন পাওয়ার নেশায়, শব্দহীন মনে কিসের অনুরণন ?
সেই অনুরণনে সারা দেবে নিশ্চুপ দুটি ঠোঁট !
মিশে যাবে নিশ্চুপতার ভালোবাসার অতল গভীরে, কিংবা ভালোবাসার নিস্তব্ধতা - নিশ্চুপতার যন্ত্রণাকে হারিয়ে দেবে কি?
পরিচিতি
রাজশ্রী মণ্ডলের জন্ম হুগলি জেলার শেওড়াফুলির অধিকারী পরিবারে। বাবার নাম অশোক অধিকারী, মায়ের নাম বিজয়া অধিকারী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করে বর্তমানে পেশায় শিক্ষিকা এই লেখিকা বিবাহসূত্রে এখন হুগলি জেলার চুঁচুড়া শহরে বসবাস করছেন। পাশাপাশি ব্যস্ত জীবন সামলে প্রায়শই করে থাকেন সাহিত্য চর্চা, যার ফসল অভিভাবকত্বের আয়নায় নামে একটি প্রকাশিত গ্রন্থ।
একটি মন্তব্য পোস্ট করুন