তরুণ কবি শুভদীপ দে-র তিনটি কবিতা

 

তরুণ কবি শুভদীপ দে এর তিনটি কবিতা

১.

বিদেহী 

চোখ বন্ধ করলেই প্লাবন।
হাত মুঠো করলেই প্রজাপতি।

এসব সৃষ্টির মাঝে নিজেকে লুকিয়ে রাখি
সদ্য সমাপ্ত জনজাতির মত।

২.
না ফেরার শব্দ

ফিরে আসছে রসুল চাচা
এক আকাশ জুড়ে আজ ঈদের চাঁদ।
এবারে ছোট্ট ঝোলায় মেয়েটার জন্য একটাই সালোয়ার
নিজের তো বছর দুয়েক আগের কেনা লুঙ্গি আছেই
বউও তো এই পুজোয় শাড়ি কিনলো একটা...

কারখানা টা পরশু থেকে বন্ধ হয়ে গেল।
আর ফিরতে হবে না ঘিঞ্জি নোংরা শহরটায়।

৩.
আজ শনিবার

হাতা গুটিয়ে মাথাটা লোকাল ট্রেনের দেওয়ালে দিয়ে
সাজিয়ে নেবার দিন
আজ আর কাল কিভাবে সময় বয়ে যাবে।
আজ আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলবে -
বাবা কি এনেছো আজ?
হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে গিয়ে বসবো আমরা -
মধ্যবিত্ত জীবনের চাপ
অফিসের কোলাহল 
দেনা, সবজির মূল্যবৃদ্ধি ,ঝালমুড়ি...
আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসবে।

আজ শনিবার।

পরিচিতি:


সাধারণ জীবন। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কাজের সূত্রে জীবনকে অন্যভাবে দেখা। লিটল ম্যাগাজিনে লেখালিখি । 'যাচ্ছেতাই' নামে একটি লিটল ম্যাগাজিন ১৩ বছর ধরে সম্পাদনা। নিজের পোর্টালে খবর করা আর চুঁচুড়া লিটল ম্যাগাজিন মেলার সর্বক্ষণের কর্মী। সময় পেলে একটু পাহাড়। রাষ্ট্রীয় সন্ত্রাসে ক্রমাগত বিদ্ধ শুভদীপের কবিতারা । শুভদীপের কবিতারা হাঁটে, কথা বলে, ঘুরে বেড়ায় অলিতে গলিতে শহরতলীতে কিছু বন্ধ দরজায়।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন