(১)
ত্রাণ নেই, রেহাই নেই!
আচ্ছা, কোথাও কি কোনও
উত্তরণ নেই?
এই যে এতো অসুখ শরীর মনে
শরীর তো তাও সেরে যায়
মনের কি কোনো সেরে ওঠা নেই?
একটা সমস্ত জীবন শুধু
ত্রাণ নেই, রেহাই নেই!
আচ্ছা, কোথাও কি কোনও
উত্তরণ নেই?
এই যে এতো অসুখ শরীর মনে
শরীর তো তাও সেরে যায়
মনের কি কোনো সেরে ওঠা নেই?
একটা সমস্ত জীবন শুধু
বঞ্চনা!
সব কিছু স্থবির,
সব দৃশ্যমানতা ঘোলাটে,
কি সাংঘাতিক গুমোট শ্বাসে!
প্রতিরাতে চোখের জলে তেষ্টা
নিবৃত্তি।
এই দুর্যোগ থেকে কি কোনোই
রেহাই নেই?
হায় মধ্যবিত্ত!
(২)
একটা মৃত্যু
সাগ্নিক নেই।
একটা আগুন নিভে গেছে,
এতো উন্নত সময় উন্নত সবকিছু,
তাও একটা প্রাণ ঝরে গেল অসুখে?
অসুখ দানা বেঁধে ছিল বুকে,
পাঁজর ক্ষয় হতে হতে-
মিলিয়ে গেছে চিরতরে ।
বইমেলার মাঠ আর তাকে
দেখবে না,
তার নতুন বই পাঠক পড়বে
সে জানবেনা।
তার আর কিছুতেই কোনো
খুশি নেই দুঃখ নেই।
সব কিছু স্থবির,
সব দৃশ্যমানতা ঘোলাটে,
কি সাংঘাতিক গুমোট শ্বাসে!
প্রতিরাতে চোখের জলে তেষ্টা
নিবৃত্তি।
এই দুর্যোগ থেকে কি কোনোই
রেহাই নেই?
হায় মধ্যবিত্ত!
(২)
একটা মৃত্যু
সাগ্নিক নেই।
একটা আগুন নিভে গেছে,
এতো উন্নত সময় উন্নত সবকিছু,
তাও একটা প্রাণ ঝরে গেল অসুখে?
অসুখ দানা বেঁধে ছিল বুকে,
পাঁজর ক্ষয় হতে হতে-
মিলিয়ে গেছে চিরতরে ।
বইমেলার মাঠ আর তাকে
দেখবে না,
তার নতুন বই পাঠক পড়বে
সে জানবেনা।
তার আর কিছুতেই কোনো
খুশি নেই দুঃখ নেই।
ককক
আচ্ছা আমাদের কি সুখ কিংবা
দুঃখ আছে? নেই হয়তো।
থাকলে এই চলে যাওয়ার জন্য
চোখে একফোঁটা জল থাকতো!
আসলে আমরা সবাই সাগ্নিক
শুধু দৃশ্যমানতায় তফাৎ।
কবি পরিচিতি :
কবি বিষ্ণু চক্রবর্তী মূলত আসামের করিমগঞ্জ জেলার বাসিন্দা। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অসমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করেছেন শিক্ষকতা। কিন্তু, চাকরি করে সাহিত্য চর্চা করতে অসুবিধা হওয়ায় চাকরি ছেড়ে বর্তমানে সাহিত্য চর্চা নিয়েই ব্যস্ত।
আচ্ছা আমাদের কি সুখ কিংবা
দুঃখ আছে? নেই হয়তো।
থাকলে এই চলে যাওয়ার জন্য
চোখে একফোঁটা জল থাকতো!
আসলে আমরা সবাই সাগ্নিক
শুধু দৃশ্যমানতায় তফাৎ।
কবি পরিচিতি :

কবি বিষ্ণু চক্রবর্তী মূলত আসামের করিমগঞ্জ জেলার বাসিন্দা। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অসমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করেছেন শিক্ষকতা। কিন্তু, চাকরি করে সাহিত্য চর্চা করতে অসুবিধা হওয়ায় চাকরি ছেড়ে বর্তমানে সাহিত্য চর্চা নিয়েই ব্যস্ত।
শুধু দৃশ্যমানতায় তফাৎ! তবুও আমরা সকলেই এক টাকার এ পিঠ ও পিঠ, নিজেদের মত করে। বিষ্ণুদাকে অনেক শুভেচ্ছা।
উত্তরমুছুনKhub sundor dada poem gulo
উত্তরমুছুনOnek sundor...amr bondur kobita
উত্তরমুছুনGod bless you
উত্তরমুছুনKi osadharon likhoni 2mar❤
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন