১৮৮৮ সালে প্রকাশনা শুরু হয় ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের। এক শতাব্দীরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে চলার পর অবশেষে এই পত্রিকার প্রকাশনায় ইতি পড়তে চলেছে।
অচিরেই শেষ হচ্ছে বিশ্ব সংবাদমাধ্যমের এক অধ্যায়।শতাব্দী প্রাচীন ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic) ম্যাগাজিনের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকমাস প্রকাশের পর পত্রিকাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জানা গিয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন তাদের শেষ ১৯ জন স্টাফ রাইটার বা নিজস্ব সংবাদদাতাকেও ছাঁটাই করে দিল। উল্লেখ্য, গত কিছুকাল ধরেই ম্যাগাজিনটির কর্মী ছাঁটাই চলছিল। শেষ ১৯ জনকেও বিদায় দেওয়া হল। বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে বিশ্বের অন্যতম সেরা ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক।
![]() |
Photo Credit : Pixabay |
অচিরেই শেষ হচ্ছে বিশ্ব সংবাদমাধ্যমের এক অধ্যায়।শতাব্দী প্রাচীন ন্যাশনাল জিওগ্রাফিক (National Geographic) ম্যাগাজিনের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকমাস প্রকাশের পর পত্রিকাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জানা গিয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন তাদের শেষ ১৯ জন স্টাফ রাইটার বা নিজস্ব সংবাদদাতাকেও ছাঁটাই করে দিল। উল্লেখ্য, গত কিছুকাল ধরেই ম্যাগাজিনটির কর্মী ছাঁটাই চলছিল। শেষ ১৯ জনকেও বিদায় দেওয়া হল। বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে বিশ্বের অন্যতম সেরা ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক।
ব্লগ : আমার কঠোরতম নিন্দুক সকল সমীপে : রঞ্জন বন্দ্যোপাধ্যায়
১৮৮৮ সালে প্রকাশনা শুরু হয় ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের। এক শতাব্দীরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে চলার পর অবশেষে এই পত্রিকার প্রকাশনায় ইতি পড়তে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের সম্পাদকীয় দফতরে যা লেখা ও ছবি রয়েছে, তাই দিয়েই আগামী কয়েকটি সংখ্যা প্রকাশ করা যাবে। তারপর পত্রিকাটি আর প্রকাশিত হবে না।গত বছর সেপ্টেম্বর মাসে ডিজনি ন্যাশনাল জিওগ্রাফিকের ছয়জন শীর্ষ সম্পাদককে বরখাস্ত করা হয়।
ন্যাশনাল জিওগ্রাফিকের স্টাফ রাইটার ক্রেগ ওয়েলচ টুইটারে ন্যাশনাল জিওগ্রাফিকের কর্মজীবনে ইতি পড়ার কথা জানান। তিনি টুইট করে লেখেন, “আমার নতুন ন্যাশনাল জিওগ্রাফিক সদ্য হাতে এল, যাতে আমার ১৬তম লেখা তথা সিনিয়র লেখক হিসাবে শেষ লেখা প্রকাশিত হয়েছে। ন্যাটজিও সমস্ত নিজস্ব সংবাদদাতাদের ছাঁটাই করা হল। আমি খুব ভাগ্যবান যে অসাধারণ সাংবাদিকদের সঙ্গে কাজ করতে পেরেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক নানা কাহিনী তুলে ধরতে পেরেছি। অত্যন্ত সম্মানিত বোধ করছি আমি।”
ন্যাশনাল জিওগ্রাফিকের অপর এক লেখক তথা ম্যাগাজিনের সম্পাদক নিনা স্ট্রকলিকও টুইটারে কর্মী ছাঁটাইয়ের কথা জানান। ব্যয় সংকোচনের জন্যই ডিজনির অধীনস্থ এই ম্যাগাজিনে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তবে ডিজিট্যাল যুগে ই-পত্রিকার রমরমা বাজারের সঙ্গে প্রতিযোগিতা টিকে থাকতে না পারার কারণেই এই ধরনের পুরানো ম্যাগাজিনগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণ বলে মনে করছে লেখক ও প্রকাশকরা। বস্তুত, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন বন্ধ হয়ে যাওয়ার অর্থ বিশ্ব মুদ্রিত সংবাদমাধ্যমের একটি গৌরবজ্জ্বল অধ্যায়ের অবসান। দীর্ঘদিন ধরে উদ্ভিদ ও প্রানীজগতের সংবাদ পরিবেশন করে আসছিল আমেরিকার এই জনপ্রিয় ম্যাগাজিনটি। একই সঙ্গে তুলে ধরত বিপন্ন প্রজাতির ইতিহাস। বিশ্বজুড়ে সকল প্রকৃতিপ্রেমীর কাছে পত্রিকাটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
ন্যাশনাল জিওগ্রাফিকের স্টাফ রাইটার ক্রেগ ওয়েলচ টুইটারে ন্যাশনাল জিওগ্রাফিকের কর্মজীবনে ইতি পড়ার কথা জানান। তিনি টুইট করে লেখেন, “আমার নতুন ন্যাশনাল জিওগ্রাফিক সদ্য হাতে এল, যাতে আমার ১৬তম লেখা তথা সিনিয়র লেখক হিসাবে শেষ লেখা প্রকাশিত হয়েছে। ন্যাটজিও সমস্ত নিজস্ব সংবাদদাতাদের ছাঁটাই করা হল। আমি খুব ভাগ্যবান যে অসাধারণ সাংবাদিকদের সঙ্গে কাজ করতে পেরেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক নানা কাহিনী তুলে ধরতে পেরেছি। অত্যন্ত সম্মানিত বোধ করছি আমি।”
ন্যাশনাল জিওগ্রাফিকের অপর এক লেখক তথা ম্যাগাজিনের সম্পাদক নিনা স্ট্রকলিকও টুইটারে কর্মী ছাঁটাইয়ের কথা জানান। ব্যয় সংকোচনের জন্যই ডিজনির অধীনস্থ এই ম্যাগাজিনে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তবে ডিজিট্যাল যুগে ই-পত্রিকার রমরমা বাজারের সঙ্গে প্রতিযোগিতা টিকে থাকতে না পারার কারণেই এই ধরনের পুরানো ম্যাগাজিনগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণ বলে মনে করছে লেখক ও প্রকাশকরা। বস্তুত, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন বন্ধ হয়ে যাওয়ার অর্থ বিশ্ব মুদ্রিত সংবাদমাধ্যমের একটি গৌরবজ্জ্বল অধ্যায়ের অবসান। দীর্ঘদিন ধরে উদ্ভিদ ও প্রানীজগতের সংবাদ পরিবেশন করে আসছিল আমেরিকার এই জনপ্রিয় ম্যাগাজিনটি। একই সঙ্গে তুলে ধরত বিপন্ন প্রজাতির ইতিহাস। বিশ্বজুড়ে সকল প্রকৃতিপ্রেমীর কাছে পত্রিকাটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
কর্মী ছাঁটাইয়ের বিষয়টিকে অবশ্য সেভাবে গুরুত্ব দিতে নারাজ ম্যাগাজিনের প্রধান সম্পাদক নাথান লাম্প। তিনি জানিয়েছেন, ন্যাশনাল জিওগ্রাফিক-এর সামাজিক ভিডিয়োগুলির উপর বেশি করে জোর দেওয়া হবে। ম্যাগাজিনের পরিবর্তনে ডিজিটাল ক্ষেত্রে বেশি নজর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান লাম্প। ভিডিয়োগুলি টিকটক এবং ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়ায় প্রকাশের উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন ম্যাগাজিনের প্রধান সম্পাদক।
একটি মন্তব্য পোস্ট করুন