২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে।
বইতন্ত্র ডেস্ক : ২০২৪ সালের বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ হয়েছে। বুকার প্রাইজ চালু হওয়ার পর এক দশকের মধ্যে এই প্রথম ১৩ জন লেখকের তালিকায় ছ’জনই আমেরিকার লেখক। তিনজন ব্রিটিশ লেখক। গতবছর লেখক তালিকায় আধিপত্য ছিল আইরিশ লেখকদের। এবার আয়ারল্যান্ডের কলিন ব্যারেট একমাত্র নাম বুকার লং লিস্টে। বিশ্বব্যাপী বইপ্রেমীদের প্রতিক্ষীত তালিকা প্রকাশের পর এ বছরের জুড়িদের প্রধান এডমান্ড ডে ওয়াল বলেছেন, “এবারের দীর্ঘ তালিকায় যাঁরা আছেন তাঁদের কেউ কেউ বৈশ্বিক কণ্ঠ, কেউ কেউ জোরালো কণ্ঠের অধিকারী, অন্যরা নবাগত কণ্ঠ হিসেবে হাজির হয়েছেন। দীর্ঘ তালিকায় যেসব উপন্যাস স্থান পেয়েছে, সেগুলোর কোনওটা চিরন্তন এবং সর্বজনীন বিষয় নিয়ে লেখা। কোথাও আবার বিশেষ কোনও সময়ের কথা বলছে। কোনওটায় স্থানচ্যুতির কথা বলা হয়েছে।”
১৩ জন লেখকের মধ্যে তিনজন ব্রিটিশ লেখক– হিশাম মাতার, সারাহ পেরি এবং সামান্থা হার্ভে। যথাক্রমে ‘মাই ফ্রেন্ডস’, ‘এনলাইটেনমেন্ট’ এবং ‘অরবিটাল’ - তাঁদের তিল উপন্যাসের নাম।
Wild Houses by Colin Barrett (Cape)
Headshot by Rita Bullwinkel (Daunt)
James by Percival Everett (Mantle)
Orbital by Samantha Harvey (Cape)
Creation Lake by Rachel Kushner (Cape)
My Friends by Hisham Matar (Viking)
This Strange Eventful History by Claire Messud (Fleet)
Held by Anne Michaels (Bloomsbury)
Wandering Stars by Tommy Orange (Harvill Secker)
Enlightenment by Sarah Perry (Cape)
Playground by Richard Powers (Hutchinson Heinemann)
The Safekeep by Yael van der Wouden (Viking)
Stone Yard Devotional by Charlotte Wood (Sceptre)
আমেরিকার ছয় লেখক। তালিকায় আছেন ‘প্লেগ্রাউন্ড’ উপন্যাসের জন্য রিচার্ড পাওয়ার, ‘ওয়ান্ডারিং স্টারস’ উপন্যাসের জন্য টমি অরেঞ্জ, ‘দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি’ উপন্যাসের জন্য ক্লেয়ার মেসুদ, ‘ক্রিয়েশন লেক’ উপন্যাসের জন্য র্যাচেল কুশনার, ‘জেমস’ উপন্যাসের জন্য পার্সিভাল এভারেট এবং ‘হেডশট’ উপন্যাসের জন্য রিটা বুলউইংকেল। অন্যদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার শার্লট উড। তাঁর উপন্যাসের নাম ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’। নেদারল্যান্ডসের ঔপন্যাসিক ইয়েল ভ্যান ডের উডেন দীর্ঘ তালিকায় আছেন। তাঁর উপন্যাসের নাম ‘দ্য সেফকিপ’। কানাডার কথাসাহিত্যিক এন মাইকেলসের উপন্যাসের নাম ‘হেল্ড’। আইরিশ কানাডিয়ান লেখক কলিন ব্যারেট দীর্ঘ তালিকায় আছেন তাঁর ‘ওয়াইল্ড হাউসেস’ উপন্যাসের জন্য।
২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে। এই পুরস্কারের মাধ্যমে বিশ্ব সাহিত্যের অনুবাদকদের কাজটিকে সম্মান জানানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্য যাতে গোটা বিশ্বের মানুষ পড়তে পারেন তাই এই পরিকল্পনা। ৫০ হাজার পাউন্ড মূল্যমানের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর এবং চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ নভেম্বর।
বইতন্ত্র ডেস্ক : ২০২৪ সালের বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ হয়েছে। বুকার প্রাইজ চালু হওয়ার পর এক দশকের মধ্যে এই প্রথম ১৩ জন লেখকের তালিকায় ছ’জনই আমেরিকার লেখক। তিনজন ব্রিটিশ লেখক। গতবছর লেখক তালিকায় আধিপত্য ছিল আইরিশ লেখকদের। এবার আয়ারল্যান্ডের কলিন ব্যারেট একমাত্র নাম বুকার লং লিস্টে। বিশ্বব্যাপী বইপ্রেমীদের প্রতিক্ষীত তালিকা প্রকাশের পর এ বছরের জুড়িদের প্রধান এডমান্ড ডে ওয়াল বলেছেন, “এবারের দীর্ঘ তালিকায় যাঁরা আছেন তাঁদের কেউ কেউ বৈশ্বিক কণ্ঠ, কেউ কেউ জোরালো কণ্ঠের অধিকারী, অন্যরা নবাগত কণ্ঠ হিসেবে হাজির হয়েছেন। দীর্ঘ তালিকায় যেসব উপন্যাস স্থান পেয়েছে, সেগুলোর কোনওটা চিরন্তন এবং সর্বজনীন বিষয় নিয়ে লেখা। কোথাও আবার বিশেষ কোনও সময়ের কথা বলছে। কোনওটায় স্থানচ্যুতির কথা বলা হয়েছে।”
১৩ জন লেখকের মধ্যে তিনজন ব্রিটিশ লেখক– হিশাম মাতার, সারাহ পেরি এবং সামান্থা হার্ভে। যথাক্রমে ‘মাই ফ্রেন্ডস’, ‘এনলাইটেনমেন্ট’ এবং ‘অরবিটাল’ - তাঁদের তিল উপন্যাসের নাম।
Wild Houses by Colin Barrett (Cape)
Headshot by Rita Bullwinkel (Daunt)
James by Percival Everett (Mantle)
Orbital by Samantha Harvey (Cape)
Creation Lake by Rachel Kushner (Cape)
My Friends by Hisham Matar (Viking)
This Strange Eventful History by Claire Messud (Fleet)
Held by Anne Michaels (Bloomsbury)
Wandering Stars by Tommy Orange (Harvill Secker)
Enlightenment by Sarah Perry (Cape)
Playground by Richard Powers (Hutchinson Heinemann)
The Safekeep by Yael van der Wouden (Viking)
Stone Yard Devotional by Charlotte Wood (Sceptre)
আমেরিকার ছয় লেখক। তালিকায় আছেন ‘প্লেগ্রাউন্ড’ উপন্যাসের জন্য রিচার্ড পাওয়ার, ‘ওয়ান্ডারিং স্টারস’ উপন্যাসের জন্য টমি অরেঞ্জ, ‘দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি’ উপন্যাসের জন্য ক্লেয়ার মেসুদ, ‘ক্রিয়েশন লেক’ উপন্যাসের জন্য র্যাচেল কুশনার, ‘জেমস’ উপন্যাসের জন্য পার্সিভাল এভারেট এবং ‘হেডশট’ উপন্যাসের জন্য রিটা বুলউইংকেল। অন্যদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার শার্লট উড। তাঁর উপন্যাসের নাম ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’। নেদারল্যান্ডসের ঔপন্যাসিক ইয়েল ভ্যান ডের উডেন দীর্ঘ তালিকায় আছেন। তাঁর উপন্যাসের নাম ‘দ্য সেফকিপ’। কানাডার কথাসাহিত্যিক এন মাইকেলসের উপন্যাসের নাম ‘হেল্ড’। আইরিশ কানাডিয়ান লেখক কলিন ব্যারেট দীর্ঘ তালিকায় আছেন তাঁর ‘ওয়াইল্ড হাউসেস’ উপন্যাসের জন্য।
২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে। এই পুরস্কারের মাধ্যমে বিশ্ব সাহিত্যের অনুবাদকদের কাজটিকে সম্মান জানানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্য যাতে গোটা বিশ্বের মানুষ পড়তে পারেন তাই এই পরিকল্পনা। ৫০ হাজার পাউন্ড মূল্যমানের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর এবং চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ নভেম্বর।
একটি মন্তব্য পোস্ট করুন