Booker Prize 2024 : শর্টলিস্টে ছটির মধ্যে পাঁচটিই নারী লেখকদের, বুকারে ইতিহাস

চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ নভেম্বর।


বইতন্ত্র ডেস্ক : প্রতিক্ষার অবসান। ২০২৪-এর বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হল। ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম তালিকায় নারী লেখকাদেরই আধিপত‌্য। এই বছরের তালিকায় যে ছয়টি বই রয়েছে, তার মধ্যে পাঁচটিই নারী লেখকাদের এবং তাঁরা পাঁচটি দেশের কণ্ঠের প্রতিনিধিত্ব করেন। যার মধ্যে নেদারল্যান্ডস থেকে প্রথম এন্ট্রি রয়েছে৷ তালিকায় উল্লেখযোগ্য লেখকদের মধ্যে রয়েছেন অ্যান মাইকেলস, পার্সিভাল এভারেট এবং সামান্থা হার্ভে। প্রসঙ্গত, ১৯৬৮ সালে প্রবর্তনের পর এ পর্যন্ত ২০ জন নারী লেখক বুকার প্রাইজ জিতেছেন।

সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছয়টি উপন্যাস হলো : পার্সিভাল এভারেটের ‘জেমস’; সামান্থা হার্ভের ‘অরবিটাল’; রাচেল কুশনারের ‘ক্রিয়েশন লেক’; শার্লট উডের ‘স্টোন ইয়ার্ড ডেভশনাল’; ইয়ায়েল ভ্যান ডের উডেনের ‘দ্য সেফকিপ’ এবং অ্যান মাইকেলসের, ‘হেল্ড’। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ নভেম্বর।এডমন্ড ডি ওয়ালের নেতৃত্বে বিচারক হিসেবে আছেন ইয়ুন লি, নিতিন সাহনি, সারা কলিন্স এবং জাস্টিন জর্ডান। সংক্ষিপ্ত তালিকা বাছাই করার সময় একজন বিচারক বলেছেন, ‘আমি এই সত্যটি পছন্দ করি যে একটি বই একটি জীবন্ত জিনিসের মতো হতে পারে।’

আগস্টের শেষ ২০২৪-এর বুকার লংলিস্টে ১৩টি বইয়ের নাম ঘোষণা করা হয়। সেখানে ছিল আমেরিকার ছয় লেখক। তালিকায় আছেন ‘প্লেগ্রাউন্ড’ উপন্যাসের জন্য রিচার্ড পাওয়ার, ‘ওয়ান্ডারিং স্টারস’ উপন্যাসের জন্য টমি অরেঞ্জ, ‘দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি’ উপন্যাসের জন্য ক্লেয়ার মেসুদ, ‘ক্রিয়েশন লেক’ উপন্যাসের জন‌্য র‌্যাচেল কুশনার, ‘জেমস’ উপন্যাসের জন্য পার্সিভাল এভারেট এবং ‘হেডশট’ উপন্যাসের জন্য রিটা বুলউইংকেল। অন্যদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার শার্লট উড। তাঁর উপন্যাসের নাম ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’। নেদারল্যান্ডসের ঔপন্যাসিক ইয়েল ভ্যান ডের উডেন দীর্ঘ তালিকায় আছেন। তাঁর উপন্যাসের নাম ‘দ্য সেফকিপ’। কানাডার কথাসাহিত্যিক এন মাইকেলসের উপন্যাসের নাম ‘হেল্ড’। আইরিশ কানাডিয়ান লেখক কলিন ব্যারেট দীর্ঘ তালিকায় আছেন তাঁর ‘ওয়াইল্ড হাউসেস’ উপন্যাসের জন্য। তার মধ্যে থেকে ছ’টি বইয়ের শর্টলিস্ট ঘোষণা হয়েছে।

আন্তর্জাতিক বুকার প্রাইজ হচ্ছে একটি বার্ষিক পুরস্কার, যা ইংরেজিতে অনুবাদিত সেরা উপন‌্যাসটিকে দেওয়া হয়। এই পুরস্কারের মাধ্যমে বিশ্ব সাহিত্যের অনুবাদকদের কাজটিকে সম্মান জানানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্য যাতে গোটা বিশ্বের মানুষ পড়তে পারেন তাই এই পরিকল্পনা। ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৫- এর মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত বই থেকে ছ’টি বই বেছে নেওয়া হয়েছে। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড, যা লেখক ও অনুবাদক, দুজনেই সমানভাবে পেয়ে থাকেন। ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে। এই পুরস্কারের মাধ্যমে বিশ্ব সাহিত্যের অনুবাদকদের কাজটিকে সম্মান জানানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্য যাতে গোটা বিশ্বের মানুষ পড়তে পারেন তাই এই পরিকল্পনা।

Post a Comment

নবীনতর পূর্বতন