নিউটাউনে ‘বুক ক্লাব’, সদস‌্যপদ ছাড়াই বই পড়তে অবারিত দ্বার

সদস‌্যপদের দরকার হবে না। অবসর সময়ে সেখানে বসে শহরের বাসিন্দা অথবা পথচলতিরা ইচ্ছামতো বই খুলে পড়তে পারবেন। 

নিউটাউনে ‘বুক ক্লাব’, সদস‌্যপদ ছাড়াই বই পড়তে অবারিত দ্বার

বইতন্ত্র : 
নেটের যুগে হাতে নিয়ে বইপড়ার কমছে। তার জায়গা নিয়ে মোবাইলে পিডিএফ অথবা ইয়ারফোনে অডিওবুক। তবে মানুষের মধ্যে বই পড়ার অভ‌্যাস ফেরাতে একটি অভিনব উদ্যোগ নিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।


এনকেডিএ-র উদ্যোগে নিউটাউনে খোলা হল ‘বুক ক্লাব’। অ্যাকশন এরিয়া ১-এর জনবহুল নিউটাউন বাসস্ট্যান্ড লাগোয়া জিরো ওয়েস্ট শপের একতলায় শীতাতপনিয়ন্ত্রিত একটি হলে বুক ক্লাব গড়ে তুলেছে কর্তৃপক্ষ। সেখানে বসে বিনামূল্যে নিজের পছন্দের গল্প, কবিতা, ইতিহাস, উপন্যাস-সহ নানা প্রকার বই পড়ারও সুযোগ পাবেন পাঠকরা।

‘বুক ক্লাব’-এ বসে বই পড়ার জন‌্য কোনও সদস‌্যপদের দরকার হবে না। অবসর সময়ে সেখানে বসে শহরের বাসিন্দা অথবা পথচলতিরা ইচ্ছামতো বই খুলে পড়তে পারবেন। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বই ক্লাব। সোমবার থাকছে ছুটি।

এই ‘বুক ক্লাব’-এ আপনি বই দানও করতে পারেন। অনেকের বাড়িতেই বহুবার পড়া বই, উপহারে পাওয়া এমন বই যা নিজেরও আছে, পরিবারের কারও রেখে যাওয়া আগ্রহের বিষয় নয় এমন বই শোকেশে বহুদিন ধরে পড়ে রয়েছে। তাঁরা বইপ্রেমী হিসাবে সেগুলি দাঁড়িপাল্লায় তুলে বিক্রি করতেও চান না। পাঠক সেই বই ওই ‘বুক ক্লাব’-এ দিয়ে দিতে পারবেন। ফিকশন, নন-ফিকশন যে কোনও বই-ই দান করা যাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন