‘সুবর্ণরেখা’র আয়োজনে ‘বাঁধন’ : সংস্কৃতির পরম্পরা। দেখুন ছবিতে।

২৭ জুন, ২০২৫ দক্ষিণ কলকাতার সুজাতা সদনে সুবর্ণরেখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঁধন’। সরদবাদনে ছিলেন সুনন্দ মুখোপাধ‌্যায় ও ছাত্রী রূপসা নস্কর, লাইভ মিউজিকে কত্থক নৃত্যে আম্রপালী চাওড়া, আহি নস্কর, ঋতূপর্ণা বিশ্বাস, টুসি নস্কর, বিশেষ নৃত্যে সায়নী চাওড়া, তবলায় দীপায়ন দাস, কণ্ঠে সৌরভ চক্রবর্তী, অতিথি শিল্পী উপাসনা কর্মকার, সৌমী মণ্ডল। অনুষ্ঠানে অংশ নেন বাচিক শিল্পী উজ্জ্বল ভট্টাচার্য ও ইন্দ্রানী ভট্টাচার্য। শেষ ৫০ মিনিটের নাটক ‘আলিবাবা’। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়। এই আয়োজনে গর্বিত সহযোগী ছিল ‘বইতন্ত্র’









Post a Comment

নবীনতর পূর্বতন